rintu-editedরিন্টু ব্রহ্ম

রমজান। এক জন জঙ্গি। তার জীবনের প্রধান উদ্দেশ্য জেহাদ। কিন্তু সমাজের কাছে সে একজন দর্জি ।

ঘটনা সুত্রে তার সাথে ভালোবাসা হয় এক যুবতীর। প্রিয়া। একদিকে সন্ত্রাস অপরদিকে প্রেম। অবশেষে প্রেমের বাধা টপকে রমজান একটি বিস্ফোরণ ঘটায়। টানাপোড়েন শুরু হয় দুজনের প্রেমে।

love-donation-1

সিনেমার প্রয়োজনে কিছু কাল্পনিক বিষয় এনেছেন বটে, তবে পরিচালক রাজকুমার দাসের ৩০ মিনিটের শর্ট ফিল্ম ‘লাভ ডোনেশন’-এর বিষয় খাগড়াগড় বিস্ফোরণ।

২০১৪ সালের ২রা অক্টোবর দুর্গা পুজোর অষ্টমীর দিন বর্ধমান শহরের প্রাণকেন্দ্র খাগড়াগড় কেঁপে ওঠে বিস্ফোরণে। ঘটনার তদন্ত শুরু করে এনআইএ। উঠে আসে আন্তর্জাতিক যোগাযোগ। চমকে ওঠে সারা বাংলা। ২ মাস ধরে এই খবর ছিল রাজ্যের শিরোনামে। এনআইএ-র তদন্ত এখনও চলছে। পলাতক বিস্ফোরণ কাণ্ডের মুল অভিযুক্তরা।

love-donation-2

মোট ১৯ জন শিল্পী কাজ করেছেন এই ছবিতে। অভিনয় করেছেন জয়ন্ত দাস, বাসুদেব কুম্ভকার,  দেবলিনা, সমীর। কিছু বিশেষ দৃশ্যে রয়েছেন রাজকুমার দাস নিজেও ।

ঘটনাটি বর্ধমানে হলেও ছবির যাবতীয় শুটিং হয়েছে ২৪ পরগনার পলতা ও নিউ দিঘাতে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৩ নভেম্বর নন্দন ৩-এ দুপুর ১২টায় দেখানো হবে ‘লাভ ডোনেশন’।

পরিচালক রাজকুমার দাস এর আগেও বেশ কিছু স্বল্প দৈর্ঘ্যর ছবি বানিয়েছেন। কয়েকটি পুরস্কারও জিতেছেন।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন