Luca Guadagnino toch Dakota johnson breast 6

ওয়েবডেস্ক: ভেনিস চলচ্চিত্র অনুষ্ঠানে নিজের ছবি ‘সাসপিরিয়া’র প্রমোশনে অস্কার মনোনীত পরিচালক লুকা গুয়াডাগিনো এমন ভাবে নায়িকা ডকোটা জনসনের বুক স্পর্শ করলেন যে, সেই ছবি নিয়েই হুল্লোড় পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

Luca Guadagnino toch Dakota johnson breast1

প্রত্যক্ষদর্শীদের মতে, পরিচালক চাইছিলেন ফোটোগ্রাফারদের ক্যামেরার ঝলসানি থেকে নায়িকার অর্ধ-উন্মুক্ত বক্ষদেশ আড়াল করতে।

Luca Guadagnino toch Dakota johnson breast 2

লুকার নতুন ছবি ‘সাসপিরিয়া’ ইতিমধ্যেই সমালোচকদের কাছ থেকে জঘন্যতম ছবির তকমা আদায় করে নিয়েছে। এই একই শিরোনামে সাতের দশকে নির্মিত একটি ছবির সঙ্গেও তুল্যমূল্য বিচার করতে ছাড়ছেন না তাঁরা।

Luca Guadagnino toch Dakota johnson breast3
সাসপিরিয়ার ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই পরিচালককে শুনতে হয়েছে অনেক কু-কথা। এ বার মঞ্চে উঠে তিনি যা করলেন, তা অবিশ্বাস্য বললেও কম বলা হয়।

Luca Guadagnino toch Dakota johnson breast4
তবে পরিচালকের এহেন কাণ্ড দেখে খুব একটা অস্বস্তিতে পড়েননি ডকোটা। কয়েক পলকের মধ্যেই তিনি নিজের চোখ বন্ধ করে নিয়েছেন। আবার ঠোঁটের কোণে চারিয়ে দিয়েছেন প্রশান্তি হাসিও। শেষে অবশ্য হাসি চাপতে মুখ গুঁজে ফেলেন পরিচালকের কাঁধে।


পড়তে পারেন: কী ভাবে সীমা অতিক্রম করে গায়িকাকে স্পর্শ করেছিলেন বিশপ, দেখুন ভিডিওয়

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন