অ্যাকশন থ্রিলার ‘আকিরা’য় অভিনয়ের জন্য নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন সোনাক্ষী। লুক তো আছেই, সঙ্গে শিখেছেন ক্যারাটের মারপ্যাঁচ। ২ সেপ্টেম্বর রিলিজ করবে ‘আকিরা’। তার আগে সেই বদলে যাওয়া সোনাক্ষীকে দেখে নিন।
আকিরার প্রচার করতে গিয়ে গানও গাইলেন সোনাক্ষী।
u waited in the rain, i sang in the rain, but it was only pouring love for #Akira! Thanks Jaipur, Ull were awesome! pic.twitter.com/QvohyjRKoM
— AKIRA/Sonakshi Sinha (@sonakshisinha) August 24, 2016
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।