ওয়েবডেস্ক : বিভিন্ন ভাবে কী নিজের ভালোবাসার কথা পৌঁছে দিচ্ছেন মালাইকা? অর্জুন কাপুরের সঙ্গে যে ডেটিং করছেন সে কথা তো সবাই জানে। প্রায়শই এক সঙ্গে দেখা যায় দু’ জনকে। কিন্তু এ বার এক সঙ্গে না থেকেও ভালোবাসা জাহির করছেন নায়িকা।
সম্প্রতি নিজের পছন্দের জিমের বাইরে দেখা গিয়েছিল মালাইকাকে। বিষয়টি তখনই ক্যামেরার চোখে ধরা পড়ল।
সে দিন মালাইকার পরনে ছিল কালো রঙের একটি যোগা প্যান্ট, সঙ্গে সাদা রঙের অফ শোল্ডার ক্রপ টপ। এখানেই ছিল সেই ভালোবাসার বার্তা। বুকের ওপর বড়ো বড়ো করে লেখা ইংরাজিতে ‘লাভ’ অর্থাৎ ভালোবাসা।
আরও পড়ুন – শ্রাবন্তীর তৃতীয় বিয়ের সেরা পাঁচটি ছবি দেখুন
আর সেই ছবি নিয়েই অনুরাগী আর সমালোচক মহল মেতে উঠেছে তার ভালোবাসার কাহিনি লিখতে। আপনিও দেখুন সেই ছবি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।