বিনোদন
প্রসঙ্গ ব্র্যান্ড ভ্যালু, নুসরত জাহানকে গোল মিমি চক্রবর্তীর, শীতল যুদ্ধ ইনস্টাগ্রামেও!
ওয়েবডেস্ক: নাহ্- কোনোই সন্দেহ করা চলবে না যে মিমি চক্রবর্তী আর নুসরত জাহান খুব ভালো বন্ধু, সব সময়েই পরস্পরের পাশে এবং কাছে থাকেন তাঁরা! সত্যি বলতে কী, দুই নায়িকার সম্পর্ক যে এত ভালো হয়, তা দেখে চমকে যায় টলিউডও! View this post on Instagram It’s not about being noticed.. it’s about being REMEMBERED […]


ওয়েবডেস্ক: নাহ্- কোনোই সন্দেহ করা চলবে না যে মিমি চক্রবর্তী আর নুসরত জাহান খুব ভালো বন্ধু, সব সময়েই পরস্পরের পাশে এবং কাছে থাকেন তাঁরা! সত্যি বলতে কী, দুই নায়িকার সম্পর্ক যে এত ভালো হয়, তা দেখে চমকে যায় টলিউডও!
তা বলে কী আর পেশাগত প্রতিদ্বন্দ্বিতা থাকবে না! পারিশ্রমিকের অঙ্ক, ফ্যান ফলোয়িং, মাচা শোয়ের ডাক, ব্র্যান্ড ভ্যালু- সব মিলিয়ে রেষারেষিও একটা রয়েছেই! তারই প্রকাশ সম্প্রতি দেখা গেল দুই নায়িকার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
আরও পড়ুন: বড়োদিনের কেক নিয়ে বড়ো চ্যালেঞ্জ! নুসরতকে টেক্কা দিতে রান্নাঘর সাজালেন মিমি!
প্রথম সারির এক বাংলা দৈনিক সম্প্রতি খবর দিয়েছে- ২০১৮ সালে মিমির ব্র্যান্ড ভ্যালু, কাজে কাজেই উপার্জনও নুসরতের চেয়ে ঢের বেশি! নুসরত টুথপেস্ট, শাড়ি, টিএমটি বার ইত্যাদির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেও এক বিখ্যাত গয়না সংস্থার পূর্বাঞ্চলের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ পেয়ে ৪০ লক্ষ টাকার ব্যবধানে জিতে গিয়েছেন মিমি- ঘরে তুলেছেন প্রায় কোটিখানেক টাকা!
ফলে, ইনস্টাগ্রামে একটু হলেও দীর্ঘ নিশ্বাস পড়েছে নুসরতের, লিখেছেন- মুখ বেশি দেখানোর চেয়ে স্মরণে থেকে যাওয়াটাই আসল! মিমির জবাব?
শো মাস্ট গো অন! বুঝিয়ে দিতে ছাড়ছেন না নায়িকা- পেশাগত দিক থেকে যুদ্ধ চলবেই!
বিনোদন
ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর কোভিড আক্রান্ত অভিনেতা সোনু সুদ
তবে সব সময়ই তিনি সবার জন্য আছেন, অভয় দিলেন অভিনেতা।


খবর অনলাইন ডেস্ক: কোভিড-১৯ (Covid-19) আক্রান্ত হলেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। শনিবার সোশ্যাল মিডিয়ার পোস্টে নিজেই এ কথা জানান অভিনেতা।
করোনাভাইরাস লকডাউনে (Coronavirus lockdown) আটকে পড়া মানুষের ‘ত্রাতা’ হিসেবে পরিচিত সোনু বরাবরই দরিদ্রের সাহায্যে হাত বাড়িয়ে দেন। জানা যায়, ক’দিন আগেই তিনি অমৃতসরে করোনাভাইরাস টিকার প্রথম ডোজটি নিয়েছেন।
যাইহোক, এই সবের মধ্যেই অভিনেতা একটি বিবৃতিতে জানিয়েছেন, শনিবার সকালে তাঁর করোনাভাইরাস নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। একই সঙ্গে তিনি নিজের সমস্ত ভক্তকে আশ্বাস দিয়ে জানিয়েছেন, ভাইরাস সংক্রমিত হলেও তিনি সব সময় তাঁদের সমস্যার সমাধানে পাশে থাকবেন।
কোভিড পজিটিভ চিহ্নিত হওয়ার পর সোনু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কোভিড পজিটিভ হলেও তাঁর উদ্যমও সুপার-পজিটিভ। সতর্কতা হিসেবে নিজেকে আলাদা রেখেছেন। নিজের সর্বোচ্চ যত্ন নিচ্ছেন।
তাঁর অভয়বাণী, “তবে চিন্তা করবেন না। আপনাদের সমস্যা সমাধান করার জন্য আমাকে কিছুটা সময় দিন। মনে রাখবেন, আমি সবসময় আপনাদের সবার জন্য আছি”।
সোনুর কোভিড আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তাঁর শুভানুধ্যায়ী সোশ্যাল মিডিয়ায় প্রার্থনার ঝড় বইয়ে দিয়েছেন। যত দ্রুত সম্ভব তিনি সুস্থ হয়ে উঠুন, সেটাই চাইছেন প্রত্যেকে।
আরও পড়তে পারেন: ট্রেন হোক বা স্টেশন, মাস্ক না পরলে বড়োসড়ো জরিমানা ঘোষণা রেলের
বিনোদন
ভার্চুয়ালি সাধ খেলেন ‘মম টু বি’ শ্রেয়া ঘোষাল, দেখুন মিষ্টি কিছু মুহূর্ত
করোনা পরিস্থিতিতে সুরক্ষার কথা মাথায় রেখেই অনলাইনে সাধ খেলেন শ্রেয়া।


খবর অনলাইন ডেস্ক: আয়োজন এলাহি, তবে করোনা সতর্কতার কথা মাথায় রেখে রবিবার ‘ভার্চুয়ালি’ সাধ খেলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।
বেশ কিছু দিন আগে বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল টুইটারে লিখেছিলেন, “আর কিছুদিনের মধ্যেই শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসতে চলেছে। আমি এবং শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত”।

বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন বলিউডের খ্যাতনামা সঙ্গীত শিল্পী। তারপর থেকেই সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘শ্রেয়াদিত্য’র জন্য।
বিয়ের ছ’বছর পর এ বার সন্তান আসতে চলেছে শ্রেয়া ও শিলাদিত্যর সংসারে ৷ পরিবারে নতুন অতিথি আসার আগে সাধ খাওয়ানোর রীতি প্রচলিত। তবে করোনা আবহে বাড়ির বাইরে বেরোনো বা বাইরের কারও বাড়িতে আসাটা বেশ বিপজ্জনক।

এ দিন ‘ভার্চুয়ালি’ সাধ খেয়েছেন শ্রেয়া। তাই এক অভিনব উপায়ে শ্রেয়াকে সাধ খাওয়ালেন বন্ধুরা। তালিকায় ছিলেন কৌশিকি চক্রবর্তী থেকে শুরু করে সুরকার শান্তনু মৈত্রর স্ত্রী-সহ অনেকেই। সাধের মেনুও শেয়ার করেছেন শ্রেয়া।

একেবারে খাঁটি বাঙালি রান্না। পাঁচ রকম ভাজা, বাসন্তী পোলাও, মাছ, চাটনি, পায়েস, মিষ্টি আয়োজনের কোনো খামতি ছিল না। সেই সব খাবার খেয়েছেন শ্রেয়া সকলের সামনে। শ্রেয়া যখন খেতে বসেছিলেন, তখন সবাইকে এক ফ্রেমে রেখেছিলেন স্বামী শিলাদিত্য।
আরও পড়তে পারেন: ভারতীয় রাজনীতির ৭ গ্ল্যামারাস মহিলা
বিনোদন
প্রয়াত শশীকলা, বলিউডে শোকের ছায়া
চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ২০০৭ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।


খবরঅনলাইন ডেস্ক: বলিউডের প্রবীণ অভিনেত্রী শশীকলা রবিবার মুম্বইয়ে তাঁর নিজের বাসভবনে প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর মৃত্যুতে চলচ্চিত্রজগতে শোকের ছায়া নেমে আসে। চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত অনেকেই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন,
গত শতকের ৪০-এর দশক থেকে শেষ দশক পর্যন্ত বলিউডে অভিনয় করে গিয়েছেন শশীকলা। তার মধ্যে ১৯৫০ থেকে ১৯৮০ পর্যন্ত তিনি ছিলেন মধ্য গগনে। বিভিন্ন ছবিতে সহ-ভূমিকায় তাঁর অভিনয় ছিল দেখার মতো।
বিমল রায়ের ‘সুজাতা’ (১৯৫৯) করে শশীকলা পাদপ্রদীপের আলোয় উঠে এলেও, চলচ্চিত্রে তাঁর অভিনয় শুরু ৪০-এর দশকেই। আসল নাম শশীকলা জবলকর, জন্ম মহারাষ্ট্রের সোলাপুরে। ছোটোবেলা থেকেই গান, নাচ আর অভিনয়ে দক্ষ হয়ে ওঠেন শশীকলা। একেবারে শিশু বয়স থেকেই সোলাপুরের মঞ্চে নাচ-গান পরিবেশন করতেন। সংসারের আর্থিক দুরবস্থার সামাল দিতে শশীকলার বাবা সপরিবার মুম্বইয়ে চলে আসেন। আর অনেক চেষ্টায় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করার ডাক পান শশীকলা।
প্রথম উল্লেখযোগ্য ছবি প্রেম নারায়ণ অরোরা প্রযোজিত ‘পাগড়ি’ (১৯৪৮)। একশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন শশীকলা। এর মধ্যে উল্লেখযোগ্য তারাচাঁদ বরজাতিয়ার ‘আরতি’ (১৯৬২), ‘হরিয়ালি অউর রাস্তা’ (১৯৬২), ‘গুমরাহ’ (১৯৬৩), ‘আয়ি মিলন কি বেলা’ (১৯৬৪), ‘হিমালয় কি গোদ মেঁ’ (১৯৬৫), ‘ওয়াক্ত’ (১৯৬৫), ‘অনুপমা’ (১৯৬৬), ‘ফুল অউর পত্থর’ (১৯৬৬), ‘ছোটি সি মুলাকাত’ (১৯৬৭), ‘সাস ভি কভি বহু থি’ (১৯৭০), ‘ছোটে সরকার’ (১৯৭৪) ইত্যাদি।
‘আরতি’ ও ‘গুমরাহ’ ছবিতে অভিনয়ের জন্য শশীকলা শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসাবে ফিল্ম ফেয়ার পুরস্কার পান। এ ছাড়াও তিনি একাধিকবার বিএফজেএ (বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন) পুরস্কার পান। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ২০০৭ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। মহারাষ্ট্র সরকার ২০১৭ সালে তাঁকে রাজ কাপুর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-এ সম্মানিত করে।
৫০ দশকের গোড়ার দিকে বিখ্যাত সংগীতশিল্পী কে এল সায়গলের পরিবারের ছেলে ওম প্রকাশ সায়গলকে বিয়ে করেন শশীকলা। তাঁদের দু’টি কন্যাসন্তান রয়েছে।
শশীকলার মৃত্যুতে ফারহান আখতার, রবিনা ট্যান্ডন, ফারাহ আলি খান, পদ্মিনী কোলাপুরে প্রমুখ শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় প্রয়াত
-
রাজ্য7 hours ago
Bengal Polls Live: ৪টে পর্যন্ত ভোট পড়ল প্রায় ৭০ শতাংশ
-
গাড়ি ও বাইক2 days ago
Bajaj Chetak electric scooter: শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পরেই বুকিং বন্ধ! কেন?
-
শিক্ষা ও কেরিয়ার19 hours ago
ICSE And ISC Exams: দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দিল আইসিএসই বোর্ড
-
রাজ্য1 day ago
Coronavirus Second Wave: আজ কমিশনের ডাকে সর্বদলীয় বৈঠক, ভোট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আশায় রাজ্যবাসী