টেলিভিশন শো দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন। বর্তমানে তিনি বলিউডে নিজের একটা জায়গা তৈরি করেছেন। সম্প্রতি, নিজের গ্ল্যামারাস লুকের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আর সেই ছবি ভক্তদের খুব পছন্দ হয়েছে। ম্রূণাল ঠাকুর নিজের সাহসী, গ্ল্যামারাস লুকে ভক্তদের মন জয় করেছেন। চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের যেভাবে বিনোদন দেন, তেমনি নিজের স্টাইলিশ লুক নিয়ে সবসময় লাইমলাইটে থাকেন। অভিনেত্রী একটি বাদামী রঙের সালোয়ার স্যুটের ছবি শেয়ার করেছেন। সেখানে তাঁকে অন্যরকম লাগছে। সাধারণ দেখতে একটি সালোয়ার স্যুটে অভিনেত্রীকে অত্যন্ত গর্জিয়াস লাগছে।
ম্রূণাল ঠাকুর সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। অভিনেত্রীর ড্রেসিং সেন্স ভক্তদের খুব পছন্দের। ম্রূণাল ঠাকুরের শেয়ার করা ছবিটি ২ লক্ষের বেশি মানুষ পছন্দ করেছেন। তাঁরা ছবিতে লাইক ও কমেন্ট ও দিয়েছেন। অভিনেত্রী ম্রূণাল ঠাকুর প্রায়ই ইনস্টাগ্রামে নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন। খোলা চুল এবং হালকা মেকআপে অভিনেত্রীর এই লুক সকলের পছন্দ হয়েছে। অভিনেত্রী ম্রূণাল ঠাকুরকে ৪.৫ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় ফলো করেন।
আরও পড়তে পারেন :
কখনও নোট, কখনও ছবি শেয়ার করে অভিনন্দন কাজলকে
প্রাক্তনের প্রতি আগের মতো টান রয়েছে আমিরের!
সুহানা-অগস্ত্যর এক সঙ্গে ডিনার ডেটে