‘কিরীটী ও কালো ভ্রমর’-এর মিউজিক লঞ্চ

0

গান লঞ্চ হল অনিন্দ্য বিকাশ দত্ত পরিচালিত ছবি ‘কিরীটী ও কালো ভ্রমর’–এর।

নীহার রঞ্জন গুপ্ত’র ‘কালো ভ্রমর’ অবলম্বনে অনিন্দ্য বিকাশ দত্ত’র ছবি ‘কিরীটী ও কালো ভ্রমর’। ছবির গল্প আবর্তিত ৫ বছর আগেকার কলকাতার এক অন্ধকার অধ্যায়ের উপর ভিত্তি করে। শহর জুড়ে ভয়ের মায়াজাল। এক মুনলাইট কিলারের আনাগোনা শহরের অলিগলিতে।

কালো ভ্রমর গল্পের প্রধান অপরাধী। যে হাতের তৈরি জুতের বাক্সে কালো ভ্রমর পাঠিয়ে আগাম মৃত্যু সংবাদ জানায়। গল্পের প্রধান চরিত্র কিরীটী রায়। বিখ্যাত গোয়েন্দা। রহস্যের কিনারা করার দায়িত্ব এসে পড়ে তারই হাতে।

kalo-bhramar-2

ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। তাঁর পরিচালনায় মোট তিনটি গান রয়েছে ছবিটিতে। একটি রবীন্দ্রসংগীত, একটি গজল এবং আরেকটি সমকালীন। রবীন্দ্রসঙ্গীত এবং গজলটি গেয়েছেন অন্বেষা দত্তগুপ্ত। অন্য গানটি গেয়েছেন শালমালি খোলগরে।

শুক্রবার ‘কিরীটী ও কালো ভ্রমর’ ছবির গান লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনিন্দ্য বিকাশ দত্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবজ্যোতি মিশ্র, কৌশিক সেন, অন্বেষা দত্তগুপ্ত সহ ছবির অন্যান্য কলাকুশলীরা।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন