নাম থেকেই স্পষ্ট, ছবির কাহিনি আবর্তিত হয়েছে সাহেব, বিবি এবং গোলামকে নিয়ে। সাহেব, আংলো ইন্ডিয়ান দেমাকি এক ভদ্রলোক। পাশাপাশি তিনি একজন কন্ট্রাক্ট কিলারও।
বিবি একজন গৃহবধূ। তবে বিবির চরিত্রটি বেশ ইন্টারেস্টিং। অনেকগুলি শেড রয়েছে তার চরিত্রে।
আর গোলাম হলেন একজন ট্যাক্সি ড্রাইভার। ট্যাক্সি আর তার প্রেমিকাকে নিয়েই তার জীবন। আর এদের গল্প নিয়েই তৈরি সোশ্যাল থ্রিলার ‘সাহেব বিবি গোলাম’।
ছবিতে অভিনয় করেছেন অঞ্জন দত্ত, স্বস্তিকা মুখার্জি, ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র এবং বিক্রম চ্যাটার্জি।
ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়। মোট চারটি গান রয়েছে ছবিতে। গেয়েছেন অঞ্জন দত্ত, শ্রেয়া ঘোষাল এবং অনুপম নিজে।
শনিবার ছবির মিউজিক লঞ্চ উপলক্ষে সাউথ সিটি মল-এ হাজির হয়েছিলেন অঞ্জন দত্ত, স্বস্তিকা মুখার্জি, ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র এবং বিক্রম চ্যাটার্জি, অনুপম রায় , পরিচালক প্রতিম ডি গুপ্তা সহ আরও অনেকে।
আগস্টের শেষেই মুক্তি পেতে চলেছে সাহেব বিবি গোলাম।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।