priynka chopra

ওয়েবডেস্ক : নিউ ইয়র্কের ম্যানহাটান এলাকায় জঙ্গির ট্রাক পিষে দিয়েছে ৮ জনকে। ঘটনাস্থল থেকে প্রিয়াঙ্কা চোপড়ার বাড়ি মাত্র পাঁচ ব্লক দূরে। নিজে টুইট করে এ কথা জানিয়েছেন।

ঘটনার এক ঘণ্টা আগেই তিনি কোয়ান্টিকোর তৃতীয় সেশনের শুটিং শেষ করেছেন। তার পর তিনি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে আসতেই চিৎকারের শব্দ শুনতে পান। বাড়িতে ঢুকে জানতে পারেন কী ঘটছে তাঁর বাড়ি থেকে পাঁচ ব্লক দূরে। অন্য একটি টুইটে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রিয়াঙ্কা।

 

কোয়ান্টিকোর তৃতীয় সেশন ১৩ এপিসোডের। প্রিয়াঙ্কা একটি অপহরণের দৃশ্যে শুটিং করছিলেন। শুটিং-এর ছবিও তিনি ইনস্টাগ্রামে দিয়েছেন।

কোয়ান্টিকোতে প্রিয়াঙ্কা এফবিআই এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। এর দ্বিতীয় সেশন ভালো রেটিং না দিলেও, তৃতীয় সেশনটি জন্য রিনিউ হয়েছে চুক্তি। এবিসি নেটওয়ার্কে দেখানো হবে এই টেলি থ্রিলার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here