ওয়েবডেস্ক: সোমবার সন্ধ্যায় নিজের দুই ভাই জো এবং কেভিনের সঙ্গে প্রিয়ঙ্কার দেখা করিয়ে দিয়েছেন নিক জোনাস। লন্ডনের সেই আড্ডায় হাজির ছিলেন জোয়ের বান্ধবী সোফি। আর কিছুদিন আগেই তো ভারতের এসে প্রিয়ঙ্কার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে গিয়েছেন নিক জোনাস। আর বাকি রইল কি?
তাই শোনা যাচ্ছে বুধবার, ১৮ জুলাই প্রিয়ঙ্কার কোনো এক প্রিয় সমুদ্র তটে তাঁর হাতে এনগেজমেন্টের আংটি পরিয়ে দেবেন পঁচিশ বছর বয়সি গায়ক। ১০ বছরের নায়িকাকেই তাহলে শেষ পর্যন্ত বিয়ে করবেন নিক!
আবার হওয়ার কিছু নেই। নিকের আগের দুই বান্ধবীও তাঁর চেয়ে বয়সে অনেকটাই বড়ো ছিলেন। কেট হাডসন(১৩ বছরের বড়ো) ও ডেল্টা গুডরেম(৮ বছরের বড়ো)। সম্প্রতি নিকের একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে নিক জানিয়েছেন, কেন তিনি বেশি বয়সি মহিলাদের পছন্দ করেন। কারণ ‘তাঁরা জানেন, তাঁরা ঠিক কী চান’।
প্রিচপস যে নিককেই চান, সেটা জানতে তো ৩৬টা বছর লেগেই গেল। সময় লাগে বই-কি!