Richa Chadha on new entry in Bollywood

ওয়েবডেস্ক : বলিউডে নিজের জায়গা করে নিতে গেলে অভিনেতা বা ক্রিকেটারের সঙ্গে ডেট করতে হয়। এটাই বি-টাউনে ‘রীতি’। যখন বলিউডে নিজের জায়গা করে নিতে লড়াই শুরু করেছেন সেই সময় রিচা চাড্ডাকে এই পরামর্শ দিয়েছিলেন ইন্ডাস্ট্রির বাইরের একজন ব্যক্তি।

রিচা জানিয়েছেন, ‘‘যখন আমি ইন্ডাস্ট্রিতে আসি তখন এক জনসংযোগ সংস্থার কর্মী আমায় বলেছিলেন ‘এই অভিনেতাকে একটা টেক্সট ম্যাসেজ পাঠাও। তার সঙ্গে ডেটে যাও।’ আমি বলেছিলাম, ওই অভিনেতা তো বিবাহিত।’’ তখন তিনি বলেছিলেন, ‘‘তাহলে কোনো ক্রিকেটারকে ম্যাসেজ পাঠাচ্ছো না কেন? এটা তোমার কেরিয়ারের পক্ষে ভালো। তোমার ইন্ডাস্ট্রিতে ইমেজ বাড়বে।’’

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন ‘গ্যাং অফ ওয়াসিপুর’ অভিনেত্রী। তিনি জানিয়েছেন,‘‘আমি এই ধরনের ডেটে যেতে মোটেই রাজি ছিলাম না। কিন্তু আমাকে বলা হয়েছিল তুমি ইন্ডাস্ট্রির বাইরের লোক। ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে গেলে বন্ধু বাড়তে হবে।’’

রিচা জানিয়েছেন, যখন তিনি গ্যাং অফ ওয়াসিপুর করেন, সেই সময় তাঁর কোনো ম্যানেজার, পিআর বা স্টাইলিস্ট ছিল না। সন্ধেতে যখন সিনেমার সাফল্য উপলক্ষ্যে দেওয়া পার্টিতে যেতেন, তখন তিনি জুহুর কোনো মলে চলে যেতেন। সেখান পোশাক কিনে মলের নীচে স্যালোনে মেকআপ করে তারপর তিনি পার্টিতে যেতেন।

রিচার মতে,  বি-টাউনে নিজের কেরিয়ার তৈরি করতে আসা নতুন কাউকে ‘গাইড’ করার মতো কেউ নেই।  কী ভাবে পা ফেলবে, কোন ছবিটা করলে নিজের ভালো হবে, এই পরামর্শ দেওয়ার মতো কেউ নেই। নিজের মতো করেই নিজের রাস্তা তৈরি করে নিতে হয়।

২৭ অক্টোবর মুক্তি পাবে রিচা শর্মা অভিনীত ‘জিয়া অওর জিয়া’ ছবিটি। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন কলকি কোচলিন। রিচার মতে, বলিউডে অভিনেত্রীদের ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন টিকে থাকতে গেলে পরস্পরকে তুলে ধরা উচিত। তাঁর মতে,‘‘ যদি সোনম কাপুর ভালো কাজ করে আমার তার প্রশংসা করা উচিত আবার যদি কঙ্গনা ভালো কাজ করে তবে তাঁর প্রশংসা আমাদের করা উচিত। এইভাবে ইন্ডাস্ট্রিতে আমরা মেয়েরা দীর্ঘদিন নিজেদের জায়গা ধরে রাখতে পারব। তা না করে যদি আমরা পরস্পরের মধ্যে লড়াই করি তবে দু-তিন বছরের মধ্যে বয়স্ক কেউ এসে বলবেন, আমার নতুন মুখ চাই। তখন আমরা বাদ হয়ে যাব।’’

বি-টাউনের কেউ কেউ বলছেন এই সত্যিটা সবাই জানে। অনেক তা মেনে নিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেওয়ার চেষ্টাও করেন। বলিউড অভিনেত্রীরা মুখ ফুটে বলছেন এটা ভালো দিক। তারা শুধু নিজের সিনেমা মুক্তির সময় এলেন মুখ খোলেন, এই যা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here