ওয়েবডেস্ক: ছবিটা দেখে ব্যাপারটা বেশ গম্ভীর এবং নিঃসঙ্গতায় ভরা হলেও আদতে তেমনটা মনে করার কোনো কারণ নেই। নুসরত জাহানের রাত কেটেছে হুল্লোড়েই, বন্ধুদের সঙ্গে। এবং যা বোঝা যাচ্ছে, নিদ্রাহীন রাতের পালা আপাতত তাঁর জীবনে চলতেই থাকবে!
আরও পড়ুন: নুসরত না শুভশ্রী? সাজে, আলোয়, রঙ্গোলিতে কার দীপাবলী চোখ টানছে বেশি?
খবর বলছে, কালীপুজোর দিন বাড়িতে একটা পার্টি দিয়েছিলেন নায়িকা। “আমার বন্ধুরা সবাই দেখতে দেখতে চলে এল, তার পর আমরা খুব মজা করে সন্ধে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাজি পুড়িয়েছি- শব্দবাজি নয় কিন্তু!” আইন কেমন মেনে চলেন, পাশাপাশি পরিবেশের প্রতিও কতটা সজাগ, বক্তব্যে স্পষ্ট করে দিচ্ছেন তিনি। “তার পর সারা রাত ধরে চলল আমাদের আড্ডা”, জানিয়েছেন নুসরত!
View this post on Instagram
May on this Dhanteras Ma Laxmi bless you with Happiness, good health and wealth ! #HappyDhanteras
এ ভাবে প্রথম রাতটা তো কাটল ঘুম ছাড়াই! কিন্তু দিওয়ালি মানে এই ঘটনার ঠিক পরের রাতটাও যে ঘুম হয়েছে, তা খুব একটা জোর দিয়ে বলা যাবে না। “দিওয়ালির দিন আমি সারা বাড়ি আলো আর রঙ্গোলিতে সাজালাম, বন্ধুরা এল, হইচই হল। তবে সে দিন নিরামিষ মেনু ছিল বলে ওরা অভিযোগ করেছে, বলেছে, মটন খাওয়াতে হবে”, বলছেন নায়িকা! মানেটা বুঝছেন তো, আবার পার্টি এবং আবার নিদ্রাহীন রাত! এ বার থেকে কি তা হলে নুসরতকে ডাকতে হবে রাতজাগা তারা বলেই?