ওয়েবডেস্ক: তা, মানুষ তো আর শুধুই এক রকমের হয় না! তার চরিত্রে ভালো থকে কিছুটা, খারাপটাও বাদ যায় না! সব মিলিয়ে, যে কোনো মানুষই বেঁচে থাকে দ্বৈত চারিত্রিক সত্তা নিয়ে!
এখন নিজের জন্মদিনে মিমি চক্রবর্তীর কিন্তু সে বিষয়ে জ্ঞান বেশ টনটনে! তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাই দেখা যাচ্ছে এমন এক ছবি, যেখানে জোড়া অবতারে ধরা দিয়েছেন নায়িকা! স্পষ্ট করে দিয়েছেন তিনি, এ আসলে ‘পাওয়ার’ আর ‘বিউটি’র যুগলবন্দি!
আরও পড়ুন: মোটা থেকে রোগা, ঝগড়া থেকে ভাব, নুসরতের জন্মদিনে গোপন কথার ভিডিও শেয়ার মিমির!
তবে নুসরত জাহান তাঁর আদরের ‘বোনুয়া’র জন্মদিনে এত দার্শনিকতার ধার ধারেননি! আজ্ঞে হ্যাঁ, এই নামেই তিনি ডেকে থাকেন মিমিকে! তো, মিমিকে নিয়ে নুসরতের বক্তব্যটা কী?
“মাঝে মধ্যে ও খুবই বিটার! অন্য সময়ে ও বেটার! সোনার হৃদয়ওয়ালা এক মেয়ে আসলে! জীবনে আরও উন্নতি করো! আরও অনেক আলোচনার কেন্দ্রে থাকো! আই লাভ ইউ মাই গার্লফ্রেন্ড! হ্যাপি বার্থডে বোনুয়া”- এই লিখেই ফিরিস্তি শেষ করেছেন নুসরত!
আর নুসরতকে নিয়ে মিমির মূল্যায়ণ? সেটা সরাসরি পড়ে নিন না উপরের লিঙ্কে ক্লিক করে!