Mouni Roy’s birthday
জন্মদিনে পোস্ট করা মৌনী রায়ের ইনস্টাগ্রাম ছবি

ওয়েবডেস্ক: শনিবার, ২৮ সেপ্টেম্বর ৩৪ বছর বয়সে পা দিলেন অভিনেত্রী মৌনী রায়। জন্মদিনের আনন্দ-মজায় যোগ হয়েছে থাইল্যান্ডে তাঁর ছুটি কাটানোর অন্য মেজাজ। সেই সমস্ত ছবি নিজেই শেয়ার করলেন ইনস্টাগ্রামে।

বলিউডে কেরিয়ার শুরুর আগে মৌনী জনপ্রিয় টিভি শো নাগিন-এ নিজের পরিচিতি তৈরি করে ফেলেছিলেন। ২০১৮ সালে হিন্দি ছবিতে তাঁর আত্মপ্রকাশ। অক্ষয় কুমার এবং জন আব্রাহামের বিপরীতে তাঁর অভিনয় বলিউডের নজর কেড়ে নেয়।

মৌনীর নতুন ছবি ‘মেইড ইন চায়না’ এখন মুক্তির অপেক্ষায়। ওই কমেডি ছবিতে তাঁকে রাজকুমার রাওর বিপরীতে দেখা যাবে। রাজকুমারও টুইটারে মৌনীকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় জানানো শুভেচ্ছার সঙ্গে ছবির সেটে তাঁর নাচের একটি ভিডিও পোস্ট করেছেন।

‘মেড ইন চায়না’ ছাড়াও মৌনী অয়ন মুখার্জির আসন্ন ফ্যান্টাসি ছবি ব্রহ্মাস্ত্র-এও কাজ করেছেন। ওই ছবিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভট্ট এবং অমিতাভ বচ্চন প্রমুখ।

জন্মদিনে দেখে নেওয়া যাক ইনস্টাগ্রামে পোস্ট করা মৌনীর সেরা ৮টি ছবি

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন