ঢাকা: ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সৃজিত মুখার্জি পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ দর্শক পুরস্কার (অডিয়েন্স অ্যাডয়ার্ড) জিতে নিয়েছে। উৎসবের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে এই সম্মান অর্জন করে ছবিটি। উৎসবের মিডিয়া ইন-চার্জ বিধান রিবেইরো রবিবার এ খবর জানিয়েছেন।
বাংলাদেশে মুক্তি না পাওয়া সত্ত্বেও ‘পদাতিক’-এর এই সাফল্য ভারতীয় চলচ্চিত্র এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক অনন্য নজির স্থাপন করেছে।
ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত অন্যান্য ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে ছিল যতলা সিদ্ধার্থের ‘ইন দ্য বেলি অফ এ টাইগার’, শমীক রায় চৌধুরীর ‘বেলাইন’, উজ্জ্বল পলের ‘ক্লার্ক’, এবং অভিলাষ শর্মার ‘স্বাহা (ইন দ্য নেম অফ ফায়ার)’।
সৃজিত মুখার্জি বলেন, “চলচ্চিত্র সবসময়ই সীমানা, ভাষা এবং বিভেদকে অতিক্রম করে জয়ী হয়েছে। ‘পদাতিক’ মানুষের গল্প। এটি মানবতার, শিল্পের এবং সিনেমার জয়ের উদাহরণ।” তিনি আরও জানান, শুটিংয়ের ব্যস্ততার কারণে উৎসবে যোগ দিতে পারেননি।
‘পদাতিক’-এর প্রধান চরিত্রে অভিনয় করা বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীও উৎসবে উপস্থিত থাকতে পারেননি। তিনি বলেন, “শুটিং শুরুর আগে বাবাকে হারাই। কঠিন পরিস্থিতির মধ্যেও কাজ করতে হয়েছে। তবে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ছবিটি সঠিকভাবে মুক্তি পায়নি, যা খুবই হতাশাজনক।”
তবে তিনি আরও যোগ করেন, “শিল্পের ক্ষমতা অপরিসীম। দর্শকদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, এই ছবি দীর্ঘস্থায়ী হবে।”
ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান এই জয়কে এক স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “কোনও প্রতিনিধি ছাড়াই ঢাকার মাটিতে একটি ভারতীয় ছবির এই সাফল্য অসাধারণ। দর্শকদের ভোটে এই সম্মান পাওয়া, জুরিদের নির্বাচনের চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ।
‘পদাতিক’-এর সাফল্য সম্পর্কে সংবাদমাধ্যমে সৃজিত বলেন, “মানবিক গল্পই সব সময় জয়লাভ করে। এটি প্রমাণিত।”