Homeবিনোদনঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পদাতিক’-এর সাফল্য, অডিয়েন্স অ্যাডয়ার্ড জিতল সৃজিত মুখার্জির ছবি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পদাতিক’-এর সাফল্য, অডিয়েন্স অ্যাডয়ার্ড জিতল সৃজিত মুখার্জির ছবি

প্রকাশিত

ঢাকা: ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সৃজিত মুখার্জি পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ দর্শক পুরস্কার (অডিয়েন্স অ্যাডয়ার্ড) জিতে নিয়েছে। উৎসবের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে এই সম্মান অর্জন করে ছবিটি। উৎসবের মিডিয়া ইন-চার্জ বিধান রিবেইরো রবিবার এ খবর জানিয়েছেন।

বাংলাদেশে মুক্তি না পাওয়া সত্ত্বেও ‘পদাতিক’-এর এই সাফল্য ভারতীয় চলচ্চিত্র এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক অনন্য নজির স্থাপন করেছে।

ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত অন্যান্য ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে ছিল যতলা সিদ্ধার্থের ‘ইন দ্য বেলি অফ এ টাইগার’, শমীক রায় চৌধুরীর ‘বেলাইন’, উজ্জ্বল পলের ‘ক্লার্ক’, এবং অভিলাষ শর্মার ‘স্বাহা (ইন দ্য নেম অফ ফায়ার)’।

সৃজিত মুখার্জি বলেন, “চলচ্চিত্র সবসময়ই সীমানা, ভাষা এবং বিভেদকে অতিক্রম করে জয়ী হয়েছে। ‘পদাতিক’ মানুষের গল্প। এটি মানবতার, শিল্পের এবং সিনেমার জয়ের উদাহরণ।” তিনি আরও জানান, শুটিংয়ের ব্যস্ততার কারণে উৎসবে যোগ দিতে পারেননি।

‘পদাতিক’-এর প্রধান চরিত্রে অভিনয় করা বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীও উৎসবে উপস্থিত থাকতে পারেননি। তিনি বলেন, “শুটিং শুরুর আগে বাবাকে হারাই। কঠিন পরিস্থিতির মধ্যেও কাজ করতে হয়েছে। তবে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ছবিটি সঠিকভাবে মুক্তি পায়নি, যা খুবই হতাশাজনক।”

তবে তিনি আরও যোগ করেন, “শিল্পের ক্ষমতা অপরিসীম। দর্শকদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, এই ছবি দীর্ঘস্থায়ী হবে।”

ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান এই জয়কে এক স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “কোনও প্রতিনিধি ছাড়াই ঢাকার মাটিতে একটি ভারতীয় ছবির এই সাফল্য অসাধারণ। দর্শকদের ভোটে এই সম্মান পাওয়া, জুরিদের নির্বাচনের চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ।

‘পদাতিক’-এর সাফল্য সম্পর্কে সংবাদমাধ্যমে সৃজিত বলেন, “মানবিক গল্পই সব সময় জয়লাভ করে। এটি প্রমাণিত।”

সাম্প্রতিকতম

মাঝরাতে নারকেলডাঙার বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন, বহু মানুষ নিরাশ্রয়

কলকাতা: আবার আগুন মহানগরীর বুকে। এ বার নারকেলডাঙার বস্তিতে। শনিবার রাতে খালপাড়ের বস্তিতে আচমকা...

আইএসএল ২০২৪-২৫: চেন্নাইয়ের কাছে হেরে আশাভঙ্গ ইস্টবেঙ্গলের, হায়দরাবাদের কাছে হেরে হ্যাটট্রিক মহমেডানের  

চেন্নাইয়িন এফসি: ৩ (নিশু কুমার, উইলমার জোর্দান গিল, ড্যানিয়েল চিমা চুকু) ইস্টবেঙ্গল এফসি:...

সুন্দরবনের ‘মিনি সুন্দরবন’ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, পর্যটকদের কাছে নতুন আকর্ষণ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: এ বছর সুন্দরবনের 'মিনি সুন্দরবন'-এ ভিড় ব্যাপকভাবে বেড়ে গেছে। নতুন পর্যটন...

দিল্লিতে কেজরিওয়ালের ভরাডুবি, বিরোধী শিবিরের নেতৃত্ব নিয়ে নয়া সমীকরণ

দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের চমকে দেওয়া হার শুধু আম আদমি পার্টির (আপ) জন্যই...

আরও পড়ুন

‘সম্মানজনক মৃত্যু’র অধিকার দেওয়া নিয়ে কর্নাটক সরকারে সিদ্ধান্তকে সমর্থন কাজলের, সিনেমার বার্তার সঙ্গে তুলনা

কর্ণাটকে মর্যাদাপূর্ণ মৃত্যুর অধিকার অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন কাজল। নিজের সিনেমা ‘সালাম ভেঙ্কি’র বার্তার সঙ্গে তুলনা করলেন তিনি। বলিউড অভিনেত্রী কাজল কর্ণাটক সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে

এক্স (টুইটার) অ্যাকাউন্ট স্থায়ীভাবে সাসপেন্ড, দাবি স্বরা ভাস্করের

স্বরা ভাস্করের এক্স (টুইটার) অ্যাকাউন্ট কপিরাইট লঙ্ঘনের অভিযোগে স্থায়ীভাবে সাসপেন্ড। অভিনেত্রীর পাল্টা অভিযোগ, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ।

৪ঘণ্টায় ২৫ লক্ষ, সইফের মতো সাধারণ পলিসিধারীদের ক্ষেত্রে দ্রুত ক্যাশলেস বিমার অনুমোদন চেয়ে আইআরডিএআই-কে চিঠি

AMC-র অভিযোগ, সেলিব্রিটিদের জন্য দ্রুত ও বেশি পরিমাণ অর্থ সুরাহা হলেও সাধারণ পলিসিধারীদের জন্য যথেষ্ট পরিষেবা মেলে না।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে