ওয়েবডেস্ক: এখনও পর্যন্ত তাঁকে নিয়ে ছবি হয়েছে মোট নয়টি! তার মধ্যে সাতটি তথ্যচিত্র, একটি পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবি এবং অবশিষ্টটি তথ্যচিত্র ও ছায়াছবির মিশেল।
কিন্তু কোনো ছবিই আচার্য রজনীশ বা ওশোর বিতর্কিত যৌন আধ্যাত্মিক দিকটি তুলে ধরেনি। বা বলা ভালো, তুলে ধরার চেষ্টা করেনি।
সেই দিকেই এ বার হাত দিচ্ছেন করণ জোহর। শোনা যাচ্ছে, তাঁর ধর্মা প্রোডাকশনস এ বার ভারতের এই বিতর্কিত ধর্মগুরুর জীবন অবলম্বনে ছবি করতে চলেছে। এবং, অন্য সব কিছু ছেড়ে ওশোর জীবনের বিতর্কের উপরেই বেশি জোর দিতে চলেছে ছবিটি।
পুণের রজনীশপুরমে এই ধর্মগুরুর আশ্রম এখনও বেশ বিতর্কিত জায়গা। কেন না, সেখানে ওশো প্রদর্শিত পথে পরস্পরকে ছুঁয়ে মানসিক এবং শারীরিক মোক্ষের অনুসন্ধান করে থাকেন অপরিচিত নারী-পুরুষরা। ভোগ সম্পূর্ণ না হলে ত্যাগও হয় না- এই যুক্তির উপর প্রতিষ্ঠিত ওশোর জীবনমার্গ তাই ভারতীয় সন্ন্যাসের ধারায় বড়ো ব্যতিক্রমী এক পদক্ষেপ। জানা যায়, এ হেন ওশো-আশ্রমে দিনের পর দিন কাটিয়েছেন বিনোদ খান্না। বলিউডের পয়লা সারির ব্যক্তিত্বদের মধ্যে পারভিন বাবি, মহেশ ভাটের নামও উঠে আসে ওশো-অনুরাগীদের তালিকায়।
ওশোর এই বিতর্কিত যৌন আধ্যাত্মিকতাই এ বার রুপোলি পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক শাকুন বাত্রা। এ নিয়ে প্রযোজক করণ জোহরের সঙ্গে তাঁর কথাবার্তাও সারা হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে চিত্রনাট্যও।
আর ছবিতে ওশোর চরিত্রে অভিনয়ের জন্য রণবীর সিং-ই প্রযোজক এবং পরিচালকের প্রথম পছন্দ। তবে ছবিটা করবেন কি না- এ নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি নায়কের তরফে।