ওয়েবডেস্ক: যখনই খবর এসেছিল, ওমঙ্গ কুমার পরিচালিত পিএম নরেন্দ্র মোদী ছবিতে গীতিকারদের তালিকায় রয়েছে জাভেদ আখতার এবং সমীরের নাম; আর তা নিয়ে যখন প্রতিবাদ জানিয়ে বলেছিলেন তাঁরা ছবির জন্য গান লেখেননি, বলতে শুরু করেছিল বলিউড- তা হলে হয় তো তাঁদের লেখা কোনো গান ছবিতে ব্যবহার করা হয়েছে!
আরও পড়ুন: মোদীর বায়োপিকে নিজের নাম দেখে স্তম্ভিত জাভেদ আখতার, সমীর; বলছেন ছবির গান লেখেননি!
সম্প্রতি এ নিয়ে টুইট করেছেন ছবির প্রযোজক সন্দীপ সিং! জানাচ্ছেন ‘১৯৪৭ আর্থ’ ছবিতে জাভেদের লেখা ‘ঈশ্বর আল্লাহ’ এবং ‘দশ’ ছবিতে সমীরের লেখা ‘শুনো গওর সে দুনিয়াবালোঁ’ গান দু’টো ছবিতে ব্যবহার করেছেন তাঁরা, সে জন্যই জাভেদ আর সমীরের নাম গীতিকারের তালিকায় রেখে কৃতজ্ঞতাজ্ঞাপন করেছেন!
We have taken the songs ‘Ishwar Allah’ from the film ‘1947:Earth’ and the song ‘Suno Gaur Se Duniya Walon’ from the film ‘Dus’ in our film, thus we have given the due credits to respective lyricists Javed Sahab and Sameer Ji. @TSeries is our Music partner. @ModiTheFilm2019
— Sandip Ssingh (@sandip_Ssingh) March 23, 2019
কিন্তু কপিরাইট? গীতিকারদের সঙ্গে কথা না বলে তাঁদের গান কি এ ভাবে ব্যবহার করা যায়? ছবির ট্রেলার লঞ্চে বলেছিলেন বটে নায়ক বিবেক আনন্দ ওবেরয়- “মোদী হ্যায় তো মুমকিন হ্যায়”, সত্যিই বোধ হয় বলেছিলেন তিনি, না?
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।