ওয়েবডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর স্ত্রীর বিরুদ্ধে “মানহানিকর” মন্তব্য করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী মতিলাল নেহরুর পরিবারের বিরুদ্ধে একটি ভিডিওতে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে অভিনেত্রী পায়েল রোহাতগির বিরুদ্ধে রাজস্থান পুলিশ মামলা দায়ের করল।
যুব কংগ্রেস নেতা চর্মেশ শর্মার অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ এবং ৬৭ ধারায় পায়েলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে।

চর্মেশ অভিযোগ করেছিলেন যে, রোহাতগি মতিলাল নেহরুর বদনাম করার উদ্দেশ্য নিয়েই তাঁর স্ত্রীর আপত্তিকর মন্তব্য করেছেন।
একই সঙ্গে তিনি অভিযোগ করেছিলেন, স্ত্রীর চরিত্র নিয়ে মিথ্যা অভিযোগ তুলে জওহরলাল নেহরুকেও তিনি অপমান করেছিলেন।

এফআইআর-এ অভিযোগকারী বলেছেন, ওই ভিডিওটি ফেসবুকে এখনও রয়েছে, যা ২১ সেপ্টেম্বর পোস্ট করা হয়েছে। এটা ভারতের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। সেখানে প্রয়াত প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর প্রসঙ্গেও ছবি-সহ আপত্তিজনক মন্তব্য পোস্ট করা হয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।