যুগের সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রসার ভারতী নতুন ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস (Waves) চালু করল। গোয়ার মুখ্যমন্ত্রী ড. প্রমোদ সাওয়ান্ত ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। গত ২০ নভেম্বর গোয়ায় এই চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।
ডিজিটাল কন্টেন্টের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে ওয়েভস-এর নকশা করা হয়েছে। এতে ফিল্ম, টিভি সিরিজ, লাইভ ইভেন্ট, অডিও, গেম প্রভৃতি বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখা যাবে। ওয়েভস প্ল্যাটফর্মে মোট ১২টি ভাষায় ইনফোটেনমেন্ট, এডুকেশন, গেমিং ও অনলাইন শপিঙের মতো বিভিন্ন ক্যাটাগরির কন্টেন্ট দেখা যাবে।
তিনটি প্ল্যান
প্ল্যাটিনাম (Platinum) প্ল্যানে সমস্ত ফিল্ম, লাইভ শো ও টিভি দেখা যাবে। এতে গ্রাহকরা একসঙ্গে যন্ত্রে আল্ট্রা এইচডি (Ultra HD) (1080P) কোয়ালিটি স্ট্রিম করতে পারবেন। এতে লাইভ টিভি, রেডিও ও ডাউনলোড অপশনও পাওয়া যাবে। এই প্ল্যানের দাম বছরে ৯৯৯ টাকা।
ডায়মন্ড (Diamond) প্ল্যানে গ্রাহকরা হাই ডেফিনেশন (720P) কোয়ালিটিতে ২টি যন্ত্রে কন্টেন্ট স্ট্রিম করতে পারবেন। এতে ফিল্ম, লাইভ টিভি ও রেডিও অ্যাক্সেস করা যায়। এই প্ল্যানের বার্ষিক দাম ৩৫০ টাকা এবং তিন মাসের দাম ৮৫ টাকা।
গোল্ড (Gold) প্ল্যানে স্ট্যান্ডার্ড ডেফিনেশনে (480P) শুধুমাত্র একটি যন্ত্রে কন্টেন্ট স্ট্রিম করা যায়। এতে রেডিও ও লাইভ টিভি অ্যাক্সেসও রয়েছে। এই প্ল্যানের মাসিক দাম মাত্র ৩০ টাকা। Waves অ্যাপ Google Play Store (Android) এবং Apple App Store (iOS) থেকে ডাউনলোড করা যায়। তবে সাবস্ক্রিপশন
পেমেন্টের জন্য গ্রাহকদের মোবাইল ব্রাউজার বা ডেস্কটপে Waves.pb ওয়েবসাইটে ক্লিক করতে হবে। আপাতত অ্যাপে পেমেন্টের অপশন নেই।
কোন কোন সুবিধা মিলবে
নিউজ, স্পোর্টস, মিউজিক ও এন্টারটেনমেন্টের মতো ৬৫টি লাইভ টিভি চ্যানেল রয়েছে। এই অ্যাপে প্রচুর ফিল্ম ও টিভি শো-সহ ভিডিও অন ডিম্যান্ড (VOD) সার্ভিসের সুবিধা রয়েছে।
ফ্রি টু প্লে রেমিং ও রেডিও স্ট্রিমিঙের সুবিধা।
এতে ওএনডিসি-এর (ONDC, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স) সঙ্গে ইন্টিগ্রেশনের ফলে অনলাইন শপিং করা যাবে।
এতে স্পেশাল প্রিমিয়ার ও ন্যাশনাল কন্টেন্ট অ্যাওয়ার্ড বিজয়ীদের কন্টেন্ট রয়েছে।
Waves অ্যাপে অযোধ্যা থেকে শ্রীরামের লাইভ আরতির মতো লাইভ কন্টেন্ট দেখা যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও বার্তা ‘মন কি বাত’ শোনা যাবে।
ইউএস প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের মতো ইন্টারন্যাশনাল ইভেন্টের সরাসরি সম্প্রচার দেখা যাবে।