একটি সমাজসেবামূলক সংস্থার চ্যারিটি শো। সেখানেই বিশেষ অতিথি হয়ে হাজির ছিলেন টলিউডের কামব্যাক জুটি। আর মঞ্চে যখন প্রসেনজিৎ-ঋতুপর্ণা এক সঙ্গে, তখন দর্শকদের থেকে রকমারি দাবি যে উঠবে তাতে আর আশ্চর্য কী? উঠলও। দর্শকদের সেই দাবিকে সম্মান জানিয়ে ১৫ বছর পর মঞ্চে গলা মেলালেন ওঁরা।
কলকাতার আইসিসিআর-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ওয়েলফেয়ার সোস্যাইটি ফর দ্য ব্লাইন্ড সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল চ্যারিটি শো ২০১৬। এই ধরনের সমাজসেবামূলক উদ্যোগের পাশে থাকতে পেরে ওঁরা খুশি, অনুষ্ঠান শেষে বললেন টলিউডের জনপ্রিয় জুটি।
দৃষ্টিশক্তি নেই এমন ছেলেমেয়েদের গান-বাজনা শেখানো, কম্পিউটার শেখানোর কাজ করে থাকে এই প্রতিষ্ঠান। এ দিনের অনুষ্ঠানে গান-বাজনার পাশাপাশি মঞ্চস্থ হয় একটি নাটকও। পরিচালনা ও অভিনয়ে ছিলেন এই সংস্থারই ছেলেমেয়েরা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।