নয়াদিল্লি : ২০১৭-র অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রিয়ঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে দেশি গার্ল নিজেই সে কথা জানালেন। ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ৮৯তম অ্যাকাডেমি পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠান হবে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটার হলে।
প্রিয়ঙ্কার পোস্ট করা ছবিতে রয়েছেন রক মিউজিক লেজেন্ড মিক জ্যাগারও। অ্যাকাডেমি পুরস্কার প্রদান অনুষ্ঠানের জন্য পাড়ি দিয়েছেন তাঁরা। এটা প্রি চপসের দ্বিতীয় বছর। এর আগের বার তিনি এই অনুষ্ঠানে পুরস্কার দিয়েছিলেন।
প্রসঙ্গত, দীপিকাকেও দেখা যেতে পারে এই পুরস্কার অনুষ্ঠানে। তবে এখনও পর্যন্ত দীপিকা জানিয়েছেন, তিনি নাও আসতে পারেন। দেখা যাক ২৬-র সন্ধ্যা কী নিয়ে আসে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।