ওয়েবডেস্ক: প্রায় সদ্যই ভায়া সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল জানিয়েছেন নিক যে মিস্টার আর মিসেস জোনাস রয়েছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, অতএব আশ্বস্ত হানিমুনের খবর পেয়ে আশ্বস্ত হয়েছে বলিউড! কেন না, সবাই জানেন, সাগরতট নিকের প্রিয় ছুটির ঠিকানা! ফলে, মধুচন্দ্রিমার নিভৃতির জন্য যে একটা প্রাইভেট বিচ বেছে নেবেন তিনি, তাতে আর আশ্চর্য কী! এবং শুধু সেটুকুই নয়, সেখানে কেমন ভাবে কাটছে তাঁদের মধুময় দিন-রাত, তারও এক ঝলক সোশ্যাল মিডিয়ায় পেশ করেছিলেন নিক!
আরও পড়ুন: অবশেষে মিলেছে নিভৃতি, মধুচন্দ্রিমা উদযাপন মিস্টার আর মিসেস জোনাসের, দেখুন নিজেই
এবং অপেক্ষায় ছিলেন সবাই- কবে এ নিয়ে কিছু নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মারফত শেয়ার করবেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস! তা, দেখা গেল, মিসেস জোনাস মোটেও সময় নিলেন না, মিস্টারের কীর্তি বেশ তাড়াতাড়িই একটা ছবি শেয়ার করে চাউর করে দিলেন। সেই ছবিতে রয়েছে তাঁদের ঘনিষ্ঠতার ইঙ্গিত, সঙ্গে লিখে দিয়েছেন নায়িকা- আর সবাই চলে গেলেন সেখান থেকে, রইল কেবল নিক একা! তার পর কী হল? উঁহু, বলতে নেই, বাকিটা ব্যক্তিগত!
ও দিকে, বেছে বেছে একই সময়ে কিন্তু হানিমুনে গিয়েছেন দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংও! তাঁরা এখনও পর্যন্ত ঠিকানাটা কাউকে জানাননি, তবে ভিডিও মারফত যা জানিয়েছেন নায়িকা, তাতে চোখ কপালে ওঠারই কথা! কেন না, দীপিকার ভিডিও বলছে- কক্ষের নিভৃতিতে, শ্যাম্পেনের মৌতাতে চোর-পুলিশ খেলায় মেতেছেন তাঁরা! ভাবছেন, কে চোর আর কেই বা পুলিশ? ভিডিওটা দেখুন না!
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।