ওয়েবডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে খবরেরও শেষ নেই, বিতর্কেরও। সলমন খানের পিরিয়ড ড্রামা ‘ভারত’-এ সই করেও সম্প্রতি পিছিয়ে আসেন প্রিয়াঙ্কা। জানা গিয়েছিল, খুব শিগগির প্রেমিক নিক জোনাসকে বিয়ে করবেন বলেই ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। যদিও তার পর ভারত-শিবির থেকে বারবার আক্রমণ করা হয় প্রিয়াঙ্কাকে। তাঁর ‘অপেশাদারি’ মনোভাবের জন্য তাঁকে সমালোচনাও করা হয়।
কিন্তু তার পরই সামনে আসে চমকপ্রদ তথ্য। জানা যায়, সামনে বিয়ে হলেও, তার জন্য ছবি থেকে সরে দাঁড়াননি প্রিয়াঙ্কা। ছবির অন্য নায়িকা দিশা পাটানির সঙ্গে তাঁকে এক পোস্টারে দেখানো নিয়েই বিবাদের সূত্রপাত। তার পর অবশ্য প্রিয়াঙ্কার জায়গায় ক্যাটরিনা কাইফকে বেছে নিয়েছেন নির্মাতারা।
কিন্তু চমক তার পরও বাকি ছিল। এখন জানা যাচ্ছে, হলিউডের বিগ বাজেট মুভি ‘কাউবয় নিনজা ভাইকিং’-এ ক্রিস প্যাটের বিপরীতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। আগামী বছরের ২৮ জুন ছবির রিলিজ নির্ধারিত হয়ে আছে। হলিউডে নানা রকম কাজ করলেও এত বড়ো ব্রেক এর আগে প্রিয়াঙ্কা পাননি। বোঝাই যাচ্ছে, ভারত ছাড়ার পেছনে এই হলিউড প্রোজেক্টটিও একটি বড়ো কারণ।
এই ঘটনা সামনে আসায় প্রিয়াঙ্কাকে নিয়ে বিতর্ক বাড়বে সন্দেহ নেই।