হায়দরাবাদ: ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু ও তাঁর সন্তানের গুরুতর আহত হওয়ার ঘটনায় শোকাহত অভিনেতা অল্লু অর্জুন। তিনি মৃত মহিলার পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার রাতে সমাজমাধ্যমে ভিডিয়োবার্তা দিয়ে এই ঘোষণা করেন অভিনেতা।
বুধবার রাতে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার চলাকালীন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ভিড়ের চাপে ৩৫ বছরের এক মহিলার মৃত্যু হয় এবং তাঁর সন্তান গুরুতর আহত হয়। ঘটনার পর অল্লু অর্জুনের বিরুদ্ধে এবং থিয়েটার কর্তৃপক্ষের উপর পুলিশের তরফে মামলা রুজু করা হয়েছে। অভিযোগ, পুলিশের কাছে প্রিমিয়ারের ব্যাপারে সঠিক তথ্য ছিল না এবং ভিড় নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়নি।
অর্থসাহায্যের প্রতিশ্রুতি ও ভক্তদের প্রতি বার্তা
সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিয়োবার্তায় অল্লু অর্জুন বলেন, “এই দুর্ভাগ্যজনক ঘটনায় আমি গভীর শোকাহত। শোকার্ত পরিবারটির পাশে দাঁড়াতে আমি তাঁদের সঙ্গে দেখা করব এবং সমস্ত সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছি। মৃত মহিলার সন্তানের চিকিৎসার খরচও আমি বহন করব।”
অভিনেতা আরও বলেন, “আমাদের উদ্দেশ্য মানুষকে আনন্দ দেওয়া। কিন্তু সেই আনন্দের প্রয়োজনে সকলের সতর্ক থাকা উচিত।” ভক্তদেরও ভিড় সামলাতে এবং সতর্ক থাকতে অনুরোধ করেছেন তিনি।
থিয়েটার কর্তৃপক্ষের দায়িত্বে গাফিলতির অভিযোগ
পুলিশ জানিয়েছে, অল্লু অর্জুনের উপস্থিতি সম্পর্কে আগে থেকে জানানো হয়নি। সঠিক পরিকল্পনা থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত। থিয়েটার কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত করেছে।