ওয়েবডেস্ক: সত্যের অপলাপ করে লাভ নেই! এটা খোলাখুলি স্বীকার করে নেওয়াই ভালো যে অংশুমান প্রত্যূষের ছবি, যার নাম ঠিক হয়েছে প্যান্থার, তা সার্জিক্যাল স্ট্রাইক নিয়েই তৈরি হচ্ছে কি না, সেটা এখনও পর্যন্ত বিতর্কের বিষয়!

আসলে সেই জল্পনা ছড়িয়েছে টলিউডে নায়কের সোশ্যাল মিডিয়া পোস্ট মারফত! প্রথম যখন জিৎ ছবি তৈরির ঘোষণা করেন, তখন সেই পোস্টে তিনি দিয়েছিলেন দেশাত্মবোধক বার্তা। লিখেছিলেন- দিল ধড়কে তো জয় হিন্দ, সাঁসে চলে তো জয় হিন্দ, লহু বহে তো জয় হিন্দ! এ থেকেই কানাকানি- প্যান্থার-এর চিত্রনাট্য সার্জিক্যাল স্ট্রাইকের প্রেক্ষিতে না হয়ে যায়!

 

View this post on Instagram

 

Small #eyes with #Big #dreams.. will #Fly someday putting my #Wings. 😊

A post shared by Jeet (@jeet30) on

 

View this post on Instagram

 

So many stories behind the #silence… #duomomilano

A post shared by Jeet (@jeet30) on

আরও পড়ুন: টলিউডে এখন কৌশানি পরচর্চা করেন জিতের সঙ্গে, বনির ব্যাপারটা ভালো ঠেকছে কি?

যাই হোক, সম্প্রতি নায়কের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দেখা যাচ্ছে সেই ছবিতে তাঁর লুকের মাত্র দুই ঝলক! কথা হল, সেই দুই পোস্টেই নায়কের মন জয় করার জন্য কমেন্ট করেছেন কৌশানি মুখোপাধ্যায় এবং ত্রিধা চৌধুরী। সেখান থেকে টলিউডে গুজব- তাঁরা ছবির নায়িকার জায়গাটা পাওয়ার জন্য লড়াইয়ে মেতেছেন!

Jeet
ছবি: ইনস্টাগ্রাম

আসলে, ছবির নায়িকা কে হবেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি! খবর মোতাবেকে, টলিউডের অপেক্ষাকৃত কোনো নতুন নায়িকাই জুটি বাঁধবেন ছবিতে জিতের সঙ্গে। সে দিক থেকে দেখলে কৌশানি রয়েছেন এগিয়ে, তিনি তো জিতের সঙ্গে ‘বাচ্চা শ্বশুর’ ছবিতে অভিনয় সেরে ফেলেছেনই!

Jeet
ছবি: ইনস্টাগ্রাম

কিন্তু ত্রিধাও তাঁর কমেন্ট মারফত এগিয়ে চলেছেন পুরোদমে! পড়ছেনই তো সেগুলো, কী মনে হয়, কে দখল করতে পারবেন নায়িকার কাজটা?

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন