ওয়েবডেস্ক: ধারাভির বস্তি থেকে গলায় গান নিয়ে মুরাদের সাফল্যের পথে হাঁটা- এ আপাতত অতীত! অতীত মুরাদের এই লড়াইয়ের সঙ্গে তৃতীয় বিশ্বের সমস্যাগুলোর এক রেখায় এসে দাঁড়ানোও। সরকারবিরোধী আজাদির দাবি? নতুন যুগের চাহিদা মেনেই হোক বা প্রাসঙ্গিকতা ধরে- সেও বাদ যায়নি জোয়া আখতারের গলি বয় থেকে।
আরও পড়ুন: মুম্বই রেল স্টেশনে আলিয়া-রণবীর, শুটিংয়ের ফাঁস হওয়া ভাইরাল ছবি দেখুন গ্যালারিতে
সব মিলিয়ে ছবি তো হিট! পরিসংখ্যান বলছে, যেমন বক্স অফিসের নিরিখে, তেমনই প্রশংসার দিক থেকেও এত সাফল্য জোয়ার আর কোনো ছবিই পায়নি! তার উপরে রয়েছে এই ছবি দিয়ে বলিউডের সিদ্ধান্ত চতুর্বেদীর মতো নবাগত অভিনেতা পাওয়ার বিষয়টাও। এ নজিরও জোয়ার কোনো ছবিতে নেই। সেই সব সাফল্যকেই কি আরেক বার ভাঙিয়ে নিতে চলেছেন পরিচালক? সে দিক থেকেই কি ছবির সিক্যুয়েল তৈরির পরিকল্পনা?
“ঠিক তা নয়। সবাই ছবিটার প্রশংসা করছেন একশো বার, কিন্তু পাশাপাশি কিছু মৃদু অভিযোগও উঠেছে। অনেকেই বলছেন- আমি না কি ছবিতে মুরাদ আর সফিনার ব্যক্তিগত জীবনের উপরে একেবারেই জোর দিইনি। ইচ্ছে আছে, ছবির সিক্যুয়েলে এই দিকটা একটু ভালো করে ধরব। তা ছাড়া, ভারতীয় র্যাপারদের নিয়েও আরও কিছু বলা বাকি। তাই আমি আর ছবির সহ-চিত্রনাট্যকার রীমা কাগতি সিক্যুয়েলের স্ক্রিপ্ট লিখতে শুরু করে দিয়েছি। ওটা শেষ হলেই শুটিং আরম্ভ হবে”, জানাচ্ছেন জোয়া।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।