ওয়েবডেস্ক: এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে বলিউডে নবাগত অভিমন্যু দাসানিকে ব্যক্তিগত কোনো আক্রোশের জায়গা থেকে মারধর করছেন রণবীর সিং। সেটা হলে হাসি হাসি মুখে ব্যাপারটা ক্যামেরার সামনে ঘটত না!
View this post on Instagram
Casually promoting #kesari 😝 kyun ki #MardKoDardNahiHota 🧥 @amandeepkaur87 🧥 @zaraindia
আসলে সম্প্রতি মুক্তি পেয়েছে অভিমন্যুর প্রথম ছবি মর্দ কো দর্দ নেহি হোতা! এরই বিপরীতে যে প্রবাদটা প্রচলিত, সেটা মনে আছে তো? দুই পায়ের ফাঁকে মারো, দর্দ নেহি তো মর্দ নেহি! দেখা গেল, ছবির প্রচারে এসে এই বিপরীত সত্যটাকে খুব গভীর ভাবে কাজে লাগালেন রণবীর।
আরও পড়ুন: অন্য মহিলাদের আমায় যৌনতার প্রলোভন দেখানো শক্ত, বলছেন রণবীর সিং!
ভিডিওয় দেখা যাচ্ছে, ক্যামেরা চালু হতেই রণবীর একেবারে আচমকা একটা জোরদার ঘুষি বসিয়ে দিলেন অভিমন্যুর পুরুষাঙ্গে। মাটিতে পড়ে যখন ছটফট করছেন অভিমন্যু, তখন হেসেই চলেছেন রণবীর। বলছেন- “ইটস কুল, ইটস কুল! পুরুষ আঘাত পেয়েছে বলে মনে হয় না!”
View this post on Instagram
ভিডিওটা দেখুন তো! প্রচারই হোক আর যাই হোক, ব্যাপারটাকে কি সত্যিই কুল তকমা দেওয়া যায়?
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।