ওয়েবডেস্ক: ঠিকই ধরেছেন! অন্য শব্দটা যখন জুড়ে দিয়েছেন নায়ক তাঁর বক্তব্যে, তার মানে, এমন একজন কেউ তো আছেন বটেই, যাঁর তরফ থেকে যৌনতার প্রলোভন রণবীর সিং অগ্রাহ্য করতে পারেন না! বা অগ্রাহ্য করতে চানও না!
হয়েছে কী, সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুলেছেন বলিউডের এই নায়ক। জানিয়েছেন, তাঁর আর যাই হোক, দীপিকার সঙ্গে কথা বলার মতো বিষয়ের অভাব হয় না!
আরও পড়ুন: অনুষ্কার নিতম্ব, করিনার ভেজা শরীর, জোড়া ভিডিওয় এ সব নিয়ে কী বলে চলেছেন রণবীর!
“কাজ থেকে বাড়ি ফিরে আমরা দুজনে অনেক গল্প করি। আমার সৌভাগ্য, দীপিকাও আমার পেশাতেই রয়েছে। ফলে আমাদের কথা বলার মতো বিষয়ের অভাব কোনো দিনই হয়নি, হয়ও না”, বলছেন রণবীর!
তার পরেই এসেছেন বলিউডের বিয়ে ভাঙার প্রসঙ্গে। জানিয়েছেন, যে কারণে অনেক বিয়ে ভেঙে যায়, তা তাঁর ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা নেই। তাঁর অন্য নারীর প্রতি আসক্ত হওয়া এক রকম অসম্ভব!
“আমি বলিউডের টপমোস্ট চিক-কে ব্যাগে ভরেছি। এর পর অন্য মহিলাদের আমায় যৌনতার প্রলোভন দেখানো শক্ত, কেউ দীপিকার ধারে-কাছেই আসেন না”, দাবি তাঁর!
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।