মুক্তি পেল শৌভিক সরকার পরিচালিত ছবি ‘ভাইরাস’। শৌভিক সরকার পরিচালিত এই ছবিটি মূলত একটি সাইকো থ্রিলার। এ ছবির ভাইরাস চরিত্রদের শরীর নয়, আক্রমণ করে তাদের মনকে। ছবিটি প্রযোজনা করেছেন টুম্পা প্রামানিক এবং গনেশ বাগারিয়া।
ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র এবং নাইজেল আকারা। তাঁদের চরিত্রের নাম যথাক্রমে অনুরিনা এবং অনীশ। এছাড়াও ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন অনিন্দ্য ব্যানার্জি, মৌসুমি সাহা, কুনাল, অরূপ কুন্ডু, সুমন্ত মুখার্জি সহ আরোও অনেকে।
ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন দেবাঞ্জন ব্যানার্জি । গান গেয়েছেন রূপঙ্কর বাগচী, জোজো, সায়ন্তন এবং দেবাঞ্জন ব্যানার্জি নিজে।
শুক্রবার শহরের এক সিনেমা হলে আয়োজন করা হয়েছিল ছবির প্রিমিয়ারের।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।