জুলাই মাসে মুক্তি পাওয়া ছবিগুলো কেমন লাভ করল?

0

করোনা আবহ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে সবকিছু। একে একে মুক্তি পাচ্ছে আটকে থাকা সিনেমাগুলো। অগাস্ট মাস পড়তেই দর্শকরা নতুন ছবির জন্য অপেক্ষায় রয়েছে। কিন্তু জুলাই মাসে যে ছবিগুলো মুক্তি পেয়েছে, কেমন ব্যবসা করেছে সেগুলো, আসুন জেনে নেওয়া যাক। জুলাই মাসে ফের আরও একবার টক্কর হয় দক্ষিণ ও বলিউডের মধ্যে। কিচ্ছা সুদীপ অভিনীত বিক্রান্ত রোনা ও জন আব্রাহাম অভিনীত এক ভিলেন রিটার্নস এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

এক ভিলেন রিটার্নস

ছবিটি নিয়ে নেতিবাচক রিভিউ দিয়েছিলেন সমালোচকরা।তবুও সপ্তাহের শেষে ছবিটি সপ্তাহান্তে ভাল ব্যবসা করেছিল। প্রথম দিনে ছবিটি ৭.০৫ কোটি আয় করলেও সপ্তাহান্তে এই ছবির মোট সংগ্রহ ছিল প্রায় ২৩ কোটি। এখন এই ছবির মোট আয় ২৬.২৪ কোটি টাকা। ছবিটিতে অভিনয় করেছেন জন আব্রাহাম, অর্জুন কাপুর, তারা সুতারিয়া এবং দিশা পাটানি।

বিক্রান্ত রোনা

কিচ্ছা সুদীপ এবং জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত প্রথম চারদিন বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। বিশ্বব্যাপী, শামশেরার চেয়ে কম স্ক্রিনে মুক্তি পাওয়া ছবিটি উইকএন্ডে ভালো ব্যবসা করলেও সোমবারে ছবিটির ব্যবসা পুরোপুরি কমে গেছে। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ছবিটি পঞ্চম দিনে মাত্র ৪ কোটি টাকা আয় করেছে।

শামশেরা

রণবীর কাপুর ও বাণী কাপুর অভিনীত এই ছবিটি বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি। সিনেমাটিকে প্রেক্ষাগৃহে টিকে থাকতে অনেক সংগ্রাম করতে হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনেও এই ছবির আয়ে উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি হয়নি। ছবিটি কোনোভাবে ৫০ কোটি টাকা ছাড়িয়েছে।

আরও পড়তে পারেন :

পুরুষের পোশাকেই চমকপ্রদ স্বস্তিকা মুখোপাধ্যায়

ছুটি কাটিয়ে দেশে ফিরলেন বিরুষ্কা

ফের একবার ধরা দিয়ে চর্চায় পোশাকহীন উরফি

ভাগাড় কাণ্ডের ভয়াবহতা উঠে এল ওয়েব সিরিজে

মাত্র ৭ বছর বয়সে অভিনয় করেছেন অভিনেত্রী মীনা কুমারী

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন