বিনোদন
ক্যান্সারকে হার মানিয়ে শেষ পর্যন্ত দূষণের শিকার ঋষি কাপুর?

নয়াদিল্লি: সংক্রমণ নিয়ে রবিবার দিল্লির একটি হাসপাতালের ভর্তি হয়েছেন ঋষি কাপুর। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে ছিলেন ‘চিন্টুজি’।
ঋষি নিজেই সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘আমার ইনফেকশন হয়েছে। তার জন্য চিকিৎসা চলছে। এর মধ্যে নাটকীয়তার কিছু নেই। দূষণ থেকে সংক্রমণ হয়েছে বলে মনে হয়।’’
দিল্লিতে তাঁর সঙ্গে স্ত্রী নিতু কাপুর এবং ছেলে রণবীর রয়েছেন বলে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে। রণবীরের সঙ্গে দিল্লিতে তাঁর বান্ধবী আলিয়াও রয়েছে বলে জানিয়েছে।
তাঁর হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জল্পনা ছড়ায় নতুন করে ক্যান্সার মাথা চাড়া দিয়েছে। কিন্তু ঋষি সে খবর নিজেই উড়িয়ে দিয়েছেন।
মাস কয়েক আগে নিউইয়র্ক থেকে ক্যান্সারের চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন তিনি। হলিউড ছবি ‘দ্য ইনটার্নে’র রিমেকে দীপিকার সঙ্গে কাজ করছেন তিনি।
বিনোদন
অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আয়কর হানা
অনুরাগ এবং তাপসী প্রায়শই বিভিন্ন জাতীয় ইস্যুতে মুখ খুলেছেন।

খবর অনলাইন ডেস্ক: চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী তাপসী পান্নু-সহ আরও বেশ কয়েক জনের বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর।
জানা গিয়েছে, আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে বুধবার মুম্বইয়ের ২০টি জায়গায় হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। এর মধ্যে ছিল কাশ্যপের ফ্যান্টম ফিল্মসের অফিস এবং প্রযোজক মধু মান্টেনার বাড়ি।
একটি সূত্রের দাবি, ফ্যান্টম ফিল্মসের কর ফাঁকির মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে। ২০১৮ সালের একটি মামলার সূত্র ধরেই তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানি, মধু মান্টেনা, বিকাল বহেল-চার বন্ধু যৌথ ভাবে প্রযোজনা সংস্থা ফ্যান্টম ফিল্মস শুরু করেছিলেন। তবে ২০১৮ সালে সংস্থাটি বন্ধ হয়ে যায় বলে শোনা যায়।
উল্লেখ্য, অনুরাগ এবং তাপসী প্রায়শই বিভিন্ন জাতীয় ইস্যুতে মুখ খুলেছেন। একাধিক বার তাঁদের কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। সম্প্রতি কৃষক আন্দোলনকে সমর্থন করে পপ তারকা রিহানার টুইটাপ পোস্ট নিয়ে বিতর্ক বাঁধায় কেন্দ্রকে নিশানা করেন তাপসী।
অন্যদিকে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন নিয়ে মুখ খুলেছিলেন অনুরাগ। প্রতিবাদীদের উপর সরকারের দমনমূলক আচরণের সমালোচনা করেন তিনি। আবার বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্যে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়ান অনুরাগ।
আরও পড়তে পারেন: রাজনীতিতে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যোগ দিলেন তৃণমূলে
বিনোদন
রাজনীতিতে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যোগ দিলেন তৃণমূলে
মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের জন্য কাজ করতে চান অভিনেত্রী!

খবর অনলাইন ডেস্ক: বিধানসভা ভোটের আগে রাজনীতিতে নাম লেখালেন আরও এক টলিউড তারকা। বুধবার তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দিলেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)।
গত কয়েকদিন ধরেই তৃণমূলে টলিউডের বিভিন্ন পরিচিত মুখ যোগ দিচ্ছেন। শাসক শিবিরের থেকে খানিকটা পিছিয়ে থাকলেও যুযুধান বিজেপি-ও তারকাদের যোগদান করাচ্ছে। যেমন সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন টলিউডের আরেক অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কয়েক সপ্তাহ ধরেই রাজনীতিতে টলিউড-যোগ রীতিমতো ধারাবাহিক ভাবেই চলছে। তৃণমূল, বিজেপি উভয় দলেই নাম লেখাচ্ছেন অভিনেতারা।
এ দিন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসুর উপস্থিতিতে ঘাসফুল শিবিরে প্রবেশ করলেন সায়ন্তিকা।

তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে সায়ন্তিকা বলেন, “গুছিয়ে কথা বলতে পারি না। তবে শিখে নেব। প্রত্যেককে, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ। আমাকে কাজের সুযোগ করে দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানাই। আপনারা আশীর্বাদ চাই। দায়িত্ব যেন পালন করতে পারি”।
তিনি আরও বলেন, “বিগত ১০ বছর ধরেই আমি দিদির সঙ্গে রয়েছি। আজ অফিসিয়ালি যোগদান করলাম। আজ থেকে দিদির পাশে থেকে তাঁর হাত শক্ত করব। এখন সঠিক সময় এসে গিয়েছে। বাংলার মানুষ নিজে কী চান, সেটা প্রকাশ করার সময় এসেছে। আমি বাংলার সমস্ত মানুষকে অনুরোধ করব, দিদির পাশে থাকুন। আমরা জানি, বাংলা নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়”।
আরও পড়তে পারেন: পাঁচে শূন্য! দিল্লির পুরসভা উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি
বিনোদন
বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী, ভোটে কি দাঁড়াবেন?
এ দিন শ্রাবন্তী বলেন, বিজেপিতে যোগ দিতে পেরে তিনি আপ্লুত। এটা তাঁর কাছে একেবারেই একটা নতুন যাত্রা।

কলকাতা : ভোট ঘোষণার কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায় সহ টলিউডের একঝাঁক তারকা। এবার পদ্ম পতাকা হাতে নিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে সোমবার তিনি দলে যোগ দেন। হোটেল ড্বলুজে ম্যারিয়টে হয় এই যোগদান অনুষ্ঠান।
এ দিন শ্রাবন্তী বলেন, বিজেপিতে যোগ দিতে পেরে তিনি আপ্লুত। এটা তাঁর কাছে একেবারেই একটা নতুন যাত্রা।
অভিনেত্রী বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুসরণ করি। আমাকে যোগ্য মনে করায় বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ। অন্য যারা ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের মতো শ্রাবন্তীরও লক্ষ্য সোনার বাংলা গড়ে তোলা।
শ্রাবন্তী কেন বিজেপিতে গেলেন?
এতদিন তিনি তৃণমূল সমর্থক বলেই পরিচিত ছিলেন, তবে হঠাৎ কেন তিনি পদ্ম শিবিরে যোগ দিলেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রাবন্তী জানিয়েছেন, ‘‘অনেকই তৃণমূল সমর্থক ছিলেন। তাঁদের মধ্যে অনেকে বিজেপিতে গিয়েছেন। আমারও মনে হয়েছিল রাজ্যের মানুষের জন্য মঙ্গলের জন্য কাজ করতে হলে এই দলে গিয়েই করতে হবে।’’
শ্রাবন্তী কি প্রার্থী হচ্ছেন?
পদ্ম শিবিরে নাম লেখানোর পর থেকেই জল্পনা শুরু হয়েছে, তিনি ভোটে প্রার্থী হতে পারেন।
এ প্রসঙ্গে কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন, ‘‘শ্রাবন্তী দলে যোগ দেওয়ায় ভালই হবে। তবে শ্রাবন্তী ভোটে দাঁড়াবেন কিনা সেটা পরে ঠিক হবে। ভবিষ্যতে আর কী কী হয় সেটা দেখতে থাকুন।’’
আরও পড়ুন : অমিত শাহের বঙ্গসফর বাতিল
-
রাজ্য2 days ago
পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
-
গাড়ি ও বাইক2 days ago
আরটিও অফিসে আর যেতে হবে না! চালু হল আধার ভিত্তিক যোগাযোগহীন পরিষেবা
-
ভ্রমণের খবর3 days ago
ব্যাপক ক্ষতির মুখে পর্যটন, রাঢ়বঙ্গে ভোট পেছোনোর আর্জি নিয়ে কমিশনের দ্বারস্থ পর্যটন ব্যবসায়ীদের সংগঠন
-
রাজ্য2 days ago
বিধান পরিষদ গঠন করে প্রবীণদের স্থান দেওয়া হবে, প্রার্থী তালিকা ঘোষণা করে বললেন মমতা