অভিনেতা সাইফ আলি খানের মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে চুরি এবং হামলার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে মুম্বই পুলিশ। অভিযুক্তের নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করে মুম্বইয়ে বসবাস করছিলেন।
মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম রবিবার সকালে জানান, বুধবার গভীর রাতে সাইফ আলি খানের বাড়িতে চুরির চেষ্টা এবং তাঁর ওপর হামলার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা গেছে, অভিযুক্তের কাছে কোনো ভারতীয় নথি নেই। পুলিশ সন্দেহ করছে শরিফুল বাংলাদেশ থেকে এসেছেন।
গেদাম আরও জানান, অভিযুক্ত প্রায় চার মাস ধরে মুম্বইয়ে একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করছিলেন এবং নিজের পরিচয় গোপন করতে নাম পরিবর্তন করে বিজয় দাস রেখেছিলেন। পুলিশের মতে, অভিযুক্ত ফায়ার এক্সিটের মাধ্যমে সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করে। বাড়ির পরিচারিকা তাকে দেখতে পেয়ে চিৎকার করলে তিনি সাইফ আলি খান ও পরিচারিকার ওপর আক্রমণ করেন।
সাইফ আলি খানকে ছয়বার ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তিনি সুস্থ হয়ে উঠছেন।
ঘটনার রাতে বাড়ির পরিচারিকা এলিয়ামা ফিলিপ জানান, রাত ২টা নাগাদ তিনি প্রথমে শব্দ শুনে সন্দেহ করেন। পরবর্তীতে বাথরুম থেকে একজন লোককে বেরিয়ে আসতে দেখেন। তিনি দ্রুত ছেলের ঘরে যান, যেখানে হামলাকারী তাঁকে আক্রমণ করেন এবং টাকা দাবি করেন।
পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদের বিরুদ্ধে ডাকাতি, আক্রমণ এবং অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।