ওয়েবডেস্ক: মিলন হবে কত দিনে?
সলমন খানের বিয়ে নিয়ে এ প্রশ্ন যে দেশের কোটি কোটি ভক্তের মাথায় ঘোরাফেরা করে নিত্যই, তা জানা কথাই! সময়ে এবং সুযোগে প্রিয় নায়ককে হাতের নাগালে পেলে মিডিয়া যেমন, তেমন ভক্তরাও প্রশ্নটা তুলতে ছাড়েন না! এবং তাঁদের কৌতূহলের পূর্ণ সদ্ব্যবহার করে তামাশা করেন খান, জিইয়ে রেখে দেন উত্তেজনাটাকে! এ তাঁর পুরনো স্বভাব!
কিন্তু এ বারে যে বিয়েটা হতে গিয়েও কেন হল না, তার উত্তর তিনি দিয়েছেন বেশ স্পষ্ট করেই!
হয়েছে কী, দাবাং ট্যুর উপলক্ষে ডাকা এক সাংবাদিক বৈঠকে জড়ো হয়েছিলেন দলবল নিয়ে সলমন খান। বৈঠক চলছিল তার নিজের মতো করে। সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন নায়ক। বৈঠকে হাজির ছিলেন জ্যাকেলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহের মতো সলমন-দলের নায়িকার পাশাপাশি ক্যাটরিনা কাইফও!
ওই বৈঠকেই এক মহিলা-ভক্ত প্রশ্ন করে বসেন নায়ককে- “ভাই, বউদি কবে আনছেন বলুন তো?”
সোজাসাপটা উত্তর সলমনের- “বউদি তো এখনই চলে আসতেন, কিন্তু তিনি যে আমায় ভাই বলে ডেকে ফেললেন!”
কিন্তু এখানেই শেষ নয়! এর প্রায় পরেই সলমন খানকে দেখা গেল ক্যাটরিনা কাইফের কানের কাছে মুখ নিয়ে যেতে। তিনি কিছু বললেন, নায়িকা শুনলেন! এবং তার পরে সলমনের হাসি যেমন বিস্তৃত হল, তেমনই হাসি ফুটে উঠল ক্যাটরিনার মুখেও!
তা হলে কি বিয়ে নিয়েই কথা বলছিলেন তাঁরা?
ভিডিওটা দেখুন তো, কী মনে হচ্ছে?