বিনোদন
তাজ হোটেলে নেচে হাতে এসেছিল মাত্র ৭৫ টাকা! সেটাই প্রথম পারিশ্রমিক সলমন খানের
এখন বলিউডের হাইয়েস্ট পেড অভিনেতাদের অন্যতম সলমন খান!

খবর অনলাইন ডেস্ক: রবিবার নিজের ৫৫তম জন্মদিন পালন করছেন সলমন খান (Salman Khan)। বর্তমানে বলিউডের হাইয়েস্ট পেড অভিনেতাদের মধ্যে অন্যতম হলেও জীবনের প্রথম কাজ থেকে পারিশ্রমিক হিসেবে জুটেছিল মাত্র ৭৫ টাকা।
সলমনের প্রথম কাজ

১৯৮৯ সালে রেখা (Rekha) এবং ফারুখ শেখ (Farooq Sheikh)-এর ছবি ‘বিবি হো তো অ্যায়সি’-কে আত্মপ্রকাশ সলমনের। ওই বছরেই সুরজ বরজাতিয়ার ‘ম্যায়নে প্যার কিয়া’ (Maine Pyar Kiya) আজকের ‘বজরঙ্গি ভাইজান’কে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।
তবে চলচ্চিত্রে প্রবেশের আগে মডেল হিসেবেও কাজ করেছেন সল্লু। একই সঙ্গে কাজ করেছেন ব্যাকগ্রাউন্ড ডান্সারেরও। সেখান থেকেই তাঁর প্রথম উপার্জন।
তাজহোটেল নাচ

১৯৮৯ সালে বলিউডি ছবিতে অভিনয়ের আগে সলমন খানকে দেখা যেত মুম্বইয়ের তাজ হোটেলে নাচের অনুষ্ঠানে। ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে অংশ নিয়ে তাঁর হাতে মিলেছিল মাত্র ৭৫ টাকা।
সংবাদ সংস্থা পিটিআই-এর কাছে একটি সাক্ষাৎকারে সলমন বলেন, “আমার প্রথম আয় ছিল মাত্র ৭৫ টাকা। আমি তাজ হোটেলের কোনো শোয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলাম। আমার এক বন্ধু সেখানে নাচছিল, সেই-ই আমাকে নিয়ে যায় (শুধুমাত্র মজা করার জন্যেই এটা করেছিলাম)”।
ছবিতে পারিশ্রমিক

তবে তার পর থেকেই এই পারিশ্রমিকের পরিমাণ বাড়তে শুরু করে। সফ্ট ড্রিঙ্ক ক্যাম্পা কোলার জন্য কাজ করে মিলেছিল ৭৫০ টাকা। পরে দীর্ঘদিন কাজের সুবাদে সেটা বেড়ে হয়েছিল ১,৫০০ টাকা।
সলমন বলেন, “ম্যায়নে প্যার কিয়া-তে কাজের জন্য আমাকে প্রথমে দেওয়া হয় ৩১ হাজার টাকা, পরে সেটা বেড়ে হয় ৭৫ হাজার টাকা”।
হাইয়েস্ট পেড অভিনেতা
২০২০ সালে বলিউডের হাইয়েস্ট পেড অভিনেতাদের তালিকায় এক বার নজর বুলিয়ে নেওয়া যেতে পারে।
১. অক্ষয়কুমার- প্রতি ছবিতে ১২৮ কোটি টাকা
২. সলমন খান- প্রতি ছবিতে ১০৫ কোটি টাকা
৩. শাহরুখ খান- প্রতি ছবিতে ৮৮ কোটি টাকা
৪. আমির খান- প্রতি ছবিতে ৭৪ কোটি টাকা
৫. হৃতিক রোশন- প্রতি ছবিতে ৬৫ কোটি টাকা
৬. রণবীর কাপুর- প্রতি ছবিতে ৫৮ কোটি
৭. অজয় দেবগণ- প্রতি ছবিতে ৫২ কোটি টাকা
আরও পড়তে পারেন: ভারতীয় রাজনীতির ৭ গ্ল্যামারাস মহিলা
বিনোদন
ভার্চুয়ালি সাধ খেলেন ‘মম টু বি’ শ্রেয়া ঘোষাল, দেখুন মিষ্টি কিছু মুহূর্ত
করোনা পরিস্থিতিতে সুরক্ষার কথা মাথায় রেখেই অনলাইনে সাধ খেলেন শ্রেয়া।

খবর অনলাইন ডেস্ক: আয়োজন এলাহি, তবে করোনা সতর্কতার কথা মাথায় রেখে রবিবার ‘ভার্চুয়ালি’ সাধ খেলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।
বেশ কিছু দিন আগে বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল টুইটারে লিখেছিলেন, “আর কিছুদিনের মধ্যেই শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসতে চলেছে। আমি এবং শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত”।

বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন বলিউডের খ্যাতনামা সঙ্গীত শিল্পী। তারপর থেকেই সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘শ্রেয়াদিত্য’র জন্য।
বিয়ের ছ’বছর পর এ বার সন্তান আসতে চলেছে শ্রেয়া ও শিলাদিত্যর সংসারে ৷ পরিবারে নতুন অতিথি আসার আগে সাধ খাওয়ানোর রীতি প্রচলিত। তবে করোনা আবহে বাড়ির বাইরে বেরোনো বা বাইরের কারও বাড়িতে আসাটা বেশ বিপজ্জনক।

এ দিন ‘ভার্চুয়ালি’ সাধ খেয়েছেন শ্রেয়া। তাই এক অভিনব উপায়ে শ্রেয়াকে সাধ খাওয়ালেন বন্ধুরা। তালিকায় ছিলেন কৌশিকি চক্রবর্তী থেকে শুরু করে সুরকার শান্তনু মৈত্রর স্ত্রী-সহ অনেকেই। সাধের মেনুও শেয়ার করেছেন শ্রেয়া।

একেবারে খাঁটি বাঙালি রান্না। পাঁচ রকম ভাজা, বাসন্তী পোলাও, মাছ, চাটনি, পায়েস, মিষ্টি আয়োজনের কোনো খামতি ছিল না। সেই সব খাবার খেয়েছেন শ্রেয়া সকলের সামনে। শ্রেয়া যখন খেতে বসেছিলেন, তখন সবাইকে এক ফ্রেমে রেখেছিলেন স্বামী শিলাদিত্য।
আরও পড়তে পারেন: ভারতীয় রাজনীতির ৭ গ্ল্যামারাস মহিলা
বিনোদন
প্রয়াত শশীকলা, বলিউডে শোকের ছায়া
চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ২০০৭ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।

খবরঅনলাইন ডেস্ক: বলিউডের প্রবীণ অভিনেত্রী শশীকলা রবিবার মুম্বইয়ে তাঁর নিজের বাসভবনে প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর মৃত্যুতে চলচ্চিত্রজগতে শোকের ছায়া নেমে আসে। চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত অনেকেই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন,
গত শতকের ৪০-এর দশক থেকে শেষ দশক পর্যন্ত বলিউডে অভিনয় করে গিয়েছেন শশীকলা। তার মধ্যে ১৯৫০ থেকে ১৯৮০ পর্যন্ত তিনি ছিলেন মধ্য গগনে। বিভিন্ন ছবিতে সহ-ভূমিকায় তাঁর অভিনয় ছিল দেখার মতো।
বিমল রায়ের ‘সুজাতা’ (১৯৫৯) করে শশীকলা পাদপ্রদীপের আলোয় উঠে এলেও, চলচ্চিত্রে তাঁর অভিনয় শুরু ৪০-এর দশকেই। আসল নাম শশীকলা জবলকর, জন্ম মহারাষ্ট্রের সোলাপুরে। ছোটোবেলা থেকেই গান, নাচ আর অভিনয়ে দক্ষ হয়ে ওঠেন শশীকলা। একেবারে শিশু বয়স থেকেই সোলাপুরের মঞ্চে নাচ-গান পরিবেশন করতেন। সংসারের আর্থিক দুরবস্থার সামাল দিতে শশীকলার বাবা সপরিবার মুম্বইয়ে চলে আসেন। আর অনেক চেষ্টায় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করার ডাক পান শশীকলা।
প্রথম উল্লেখযোগ্য ছবি প্রেম নারায়ণ অরোরা প্রযোজিত ‘পাগড়ি’ (১৯৪৮)। একশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন শশীকলা। এর মধ্যে উল্লেখযোগ্য তারাচাঁদ বরজাতিয়ার ‘আরতি’ (১৯৬২), ‘হরিয়ালি অউর রাস্তা’ (১৯৬২), ‘গুমরাহ’ (১৯৬৩), ‘আয়ি মিলন কি বেলা’ (১৯৬৪), ‘হিমালয় কি গোদ মেঁ’ (১৯৬৫), ‘ওয়াক্ত’ (১৯৬৫), ‘অনুপমা’ (১৯৬৬), ‘ফুল অউর পত্থর’ (১৯৬৬), ‘ছোটি সি মুলাকাত’ (১৯৬৭), ‘সাস ভি কভি বহু থি’ (১৯৭০), ‘ছোটে সরকার’ (১৯৭৪) ইত্যাদি।
‘আরতি’ ও ‘গুমরাহ’ ছবিতে অভিনয়ের জন্য শশীকলা শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসাবে ফিল্ম ফেয়ার পুরস্কার পান। এ ছাড়াও তিনি একাধিকবার বিএফজেএ (বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন) পুরস্কার পান। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ২০০৭ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। মহারাষ্ট্র সরকার ২০১৭ সালে তাঁকে রাজ কাপুর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-এ সম্মানিত করে।
৫০ দশকের গোড়ার দিকে বিখ্যাত সংগীতশিল্পী কে এল সায়গলের পরিবারের ছেলে ওম প্রকাশ সায়গলকে বিয়ে করেন শশীকলা। তাঁদের দু’টি কন্যাসন্তান রয়েছে।
শশীকলার মৃত্যুতে ফারহান আখতার, রবিনা ট্যান্ডন, ফারাহ আলি খান, পদ্মিনী কোলাপুরে প্রমুখ শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় প্রয়াত
বিনোদন
সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় প্রয়াত
কিডনির সমস্যার কারণে সম্প্রতি তাঁকে হাসপাতালে ভরতি করা হয়।

খবর অনলাইন ডেস্ক: ৮৩ বছর বয়সে চলে গেলেন দীপা চট্টোপাধ্যায় (Deepa Chatterjee)। বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) প্রয়াত হন ২০২০ সালের ১৫ নভেম্বর। সাড়ে চার মাসের মাথায় রবিবার ভোর রাতে মারা গেলেন তাঁর স্ত্রী দীপা।
জানা গিয়েছে, অসুস্থতার কারণে দীপা ভরতি ছিলেন বিধাননগরের একটি হাসপাতালে। কিডনির সমস্যার কারণে সম্প্রতি তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই রবিবার রাত ২.৫৫ মিনিটে কিডনি বিকল হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মায়ের মৃত্যু সংবাদ নিশ্চিত করে কন্যা পৌলমী জানিয়েছেন, “বাপির পরে মা-ও চলে গেলেন। হাসপাতালের বেডে শুয়ে বলছিলেন, এ বার আমায় যেতে দাও”।
১৯৬০ সালে বিয়ে হয় সৌমিত্র-দীপার৷ তবে চিরকালই আড়ালে থাকতে পছন্দ করেছেন দীপা৷ সামলেছেন ব্যস্ত অভিনেতার ঘর৷ পারিবারিক সূত্রে জানা যায়, সৌমিত্র চলে যাওয়ার পরেই বাঁচার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছিলেন তিনি।
আরও পড়তে পারেন: কোভিড আক্রান্ত অক্ষয়কুমার, জানালেন ‘শীঘ্রই ফিরছি’
-
ক্রিকেট23 hours ago
IPL 2021: কাজে এল না সঞ্জু স্যামসনের মহাকাব্যিক শতরান, পঞ্জাবের কাছে হারল রাজস্থান
-
প্রবন্ধ1 day ago
First Man In Space: ইউরি গাগারিনের মহাকাশ বিজয়ের ৬০ বছর আজ, জেনে নিন কিছু আকর্ষণীয় তথ্য
-
দেশ2 days ago
Kumbh Mela 2021: করোনাবিধিকে শিকেয় তুলে এক লক্ষ মানুষের সমাগম, আজ কুম্ভের প্রথম শাহি স্নান হরিদ্বারে
-
ক্রিকেট2 days ago
IPL 2021: সাড়ে ৭টায় খেলা শুরু হওয়া নিয়ে তীব্র অসন্তুষ্ট মহেন্দ্র সিংহ ধোনি