বলিউডের সুপারস্টার সলমন খান সম্প্রতি প্রায় ২ কোটি টাকা মূল্যের একটি বুলেটপ্রুফ নিসান এসইউভি কিনেছেন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে বারবার হুমকি আসার পরই এই পদক্ষেপ নিতে হয় সলমনকে।
বিষ্ণোই দীর্ঘদিন ধরেই সলমনকে টার্গেট করে আসছেন, যার মূলে রয়েছে সলমনের কালো হরিণ শিকার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা। কালো হরিণ বিষ্ণোই সম্প্রদায়ের কাছে পবিত্র, আর সেই ঘটনার পর থেকেই সলমনের বিরুদ্ধে বিষোদগার করে চলেছেন বিষ্ণোই।
পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে যখন খবর পাওয়া যায় যে বিষ্ণোইয়ের গ্যাং বেশ কিছু হিংসাত্মক কার্যকলাপে জড়িত, যার মধ্যে সলমনের ঘনিষ্ঠ রাজনীতিবিদ বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডও রয়েছে। এই হুমকির পরিপ্রেক্ষিতে সলমনের নিরাপত্তা উল্লেখযোগ্য ভাবে বাড়ানো হয়েছে। এখন তিনি শুধুমাত্র এই বুলেটপ্রুফ এসইউভি-তে করে যাতায়াত করছেন।
জানা যায়, নিসান প্যাট্রোল মডেলের এই এসইউভিটি সলমন ২০২৩ সালের এপ্রিলে কিনেছিলেন। এই গাড়িটি ভারতে সচরাচর দেখা যায় না। এটি দুবাই থেকে আনা হয়েছে এবং অত্যাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে এসেছে, যা এই ধরনের পরিস্থিতির জন্য উপযুক্ত। গাড়িটি ৫.৬ লিটার ভি৮ পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত এবং ৭-স্পিড স্বয়ংক্রিয় গিয়ারবক্স ও চার চাকার ড্রাইভ সিস্টেমযুক্ত।
বিষ্ণোইয়ের লাগাতার হুমকির পরিপ্রেক্ষিতে সলমনের নিরাপত্তা নিয়ে তাঁর এই পদক্ষেপ একটি গুরুতর উদ্বেগের প্রতিফলন। রিপোর্ট অনুযায়ী, বিষ্ণোই এখনও জেলে বসেই নিজের কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন এবং প্রায় ৬০ জন লোক ভাড়া করেছেন সলমনকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য। যে কারণে সলমনের আরও আটসাট নিরাপত্তার প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে।
আরও পড়ুন:
৫ কোটি টাকা চেয়ে ফের হুমকি সলমন খানকে, না দিলে বাবার মতো পরিণতি! বার্তা মুম্বই পুলিশের কাছে
সলমন খানকে হত্যা করার জন্য ২৫ লাখ টাকার সুপারি, পাকিস্তান থেকে AK-47: চার্জশিট