ওয়েবডেস্ক: “সলমনের সঙ্গে আমার কথা হয়েছে। ওঁর কাছে জানতে চেয়েছিলাম- রাজ্যের জন্য উনি কী করতে ইচ্ছুক! দেখা গেল, উনি পর্যটনের উন্নতিতে মন দিতে চান! উত্তম সিদ্ধান্ত, আমরাও তা অনুমোদন করেছি। এখন থেকে উনিই মধ্য প্রদেশ পর্যটনের মুখ, সেই সূত্রে আসছেনও রাজ্যে। ১-১৮ এপ্রিল পর্যন্ত একটানা থেকে কাজও করবেন”, এর আগে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কমল নাথ!
আরও পড়ুন: আলিয়া ভাট আর বরুণ ধাওয়ানের আগেই জাহির ইকবালের সঙ্গে বিয়ে সেরে ফেলবেন সোনাক্ষী সিনহা!
দেখা গেল, মুখ্যমন্ত্রীর সেই কথার সূত্রে এপ্রিল মাসের শুরু থেকেই ইনদওরে ডেরা ফেললেন সলমন খান। সঙ্গে ছবির প্রযোজক ভাই আরবাজ খান আর পরিচালক প্রভু দেবাও। তবে পর্যটনের ব্যাপারে কত দূর কী করে উঠতে পারবেন নায়ক, তা এখনই জানা যাচ্ছে না। বদলে সংবাদমাধ্যমে বেশি করে উঠে আসছে তাঁর দাবাং ৩ ছবির ওই শহরে শুটিং শুরুর খবরই!
যাই হোক, ভক্তদের কাছে এটাও কম পাওনা নয়। ছোটোবেলার জায়গায় ফিরে বেশ খুশি সলমনও। তবে তাঁর চেয়েও বেশি খুশি সোনাক্ষী সিনহা। সলমনের শেয়ার করা ইনস্টাগ্রাম ভিডিওয় যে কমেন্ট করেছেন তিনি- তাঁর শুটিংয়ে যোগ দিতে তর সইছে না! স্বাভাবিক! দাবাং সিরিজের ছবি মানেই তো বক্স অফিস হিট, কত দিন একটা হিটের মুখ নায়িকা দেখেননি বলুন তো!
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।