বিনোদন
ফের খুলতে চলেছে বেনামি সম্পত্তি মামলার খাতা, আয়কর দফতর ছাড়তে নারাজ শাহরুখ খানকে
ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের আলিবাগে খামারবাড়ি শাহরুখ খান কিনেছেন অন্যের নামে- এই মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছিল না? মীমাংসাকারী কর্তৃপক্ষ অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিল না নায়ককে? View this post on Instagram Should I just let the hair grow for another few months??! A post shared by Shah Rukh Khan (@iamsrk) on Mar 11, 2019 at 6:07am […]

ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের আলিবাগে খামারবাড়ি শাহরুখ খান কিনেছেন অন্যের নামে- এই মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছিল না? মীমাংসাকারী কর্তৃপক্ষ অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিল না নায়ককে?
তা তো বটেই! খবর মোতাবেকে, আয়কর দফতর অভিযোগ করে, শাহরুখ খান দেজা ভ্যু ফার্মস প্রাইভেট লিমিটেড সংস্থা গড়ে একজন কৃষিজীবীকে সামনে রেখে ওই জমি বেনামে কেনেন তিনি। তিন বছরের মধ্যে চাষ করার শর্ত না মেনে শাহরুখের নির্দেশে ওই জমিতে ফার্মহাউস গড়া হয়। পরিণামে ওই জমি ও ফার্মহাউস বাজেয়াপ্ত করে আয়কর দফতর।
আরও পড়ুন: এ বার ওয়েব সিরিজে অভিনয় করবেন শাহরুখ খান, লুক-বদলের জন্য বাড়াচ্ছেন চুলও!
কিন্তু মীমাংসাকারী কর্তৃপক্ষ জানিয়েছিল, কোনো স্বাধীন সংস্থা যদি ব্যবসায়ে নেমে বাণিজ্যিক লেনদেন করে এবং সে জন্য ঋণ নেয় তা হলে তাকে বেনামি লেনদেন বলা যায় না। পাশাপাশি যুক্তি দেখান নায়কের আইনজীবী, বেসরকারি সংস্থা তাদের শেয়ারহোল্ডারদের কাছ থেকে ঋণ নিতেই পারে। শাহরুখ দেজা ভ্যু সংস্থাকে যে টাকা ঋণ দিয়েছেন, তাঁর আয়কর রিটার্নেও তা দেখানো হয়েছে।
এই সব মিলিয়ে শাহরুখের বিরুদ্ধে অভিযোগ খারিজ হয়ে গেলেও এ বার ফের আয়কর দফতর শাহরুখকে দোষী প্রমাণিত করতে উঠে-পড়ে লেগেছে। দফতরের দাবি, বেনামি প্রপার্টি অ্যাক্ট মোতাবেক কেউ যদি নিজের মূলধন প্রয়োগ না করে সম্পত্তি কেনেন, তা হলে তাকে বেনামিই বলতে হবে। এই মোক্ষম অস্ত্রটিই এ বার দফতর প্রয়োগ করতে চলেছে নায়কের বিরুদ্ধে! দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!
বিনোদন
‘রাবণকে সাহায্য করে রামকে মারতে চাইছেন’? মিঠুন চক্রবর্তীর ১০টি জনপ্রিয় সংলাপ
ব্রিগেড মঞ্চেও মিঠুন বললেন, “আমি জলঢোড়াও নয়, বেলোবোড়াও নই। আমি একটা কোবরা। আমি জাত গোখরো। এক ছোবলে ছবি”।

খবর অনলাইন ডেস্ক: জল্পনা মতোই রবিবার বিজেপিতে যোগ দিলেন অভিনেতা এবং প্রাক্তন তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তী। এ দিন ব্রিগেডের মঞ্চে উঠেও তাঁর মুখে শোনা গেল বেশ কিছু চমকদার সংলাপ।
নিজের বক্তৃতায় তিনি বলেন, “আমি যা বলি, তা করে দেখাই। আমি জলঢোড়াও নয়, বেলোবোড়াও নই। আমি একটা কোবরা। আমি জাত গোখরো। এক ছোবলে ছবি। এ বার কিন্তু সেটাই হবে”।
হিন্দি হোক বা বাংলা- সমস্ত ধরনের ছবিতেই মিঠুনের মুখে এমনই কিছু অনবদ্য সংলাপ রয়েছে, যা মানুষের মুখে মুখে এখনও ঘুরতে শোনা যায়। এক নজরে দেখে নেওয়া যাক, সেগুলির মধ্যে থেকেই ১০টি-
১. শালা মারব এখানে লাশ পড়বে শশ্মানে- এমএলএ ফাটাকেষ্ট (বাংলা)
২. আই এম কৃষ্ণান আইয়ার এমএ। নারিয়েল পানিওয়ালা- অগ্নিপথ (হিন্দি)
৩. তোরা মস্তান হলে আমি মস্তানের বাপ, আমি ডিএসপি না আমি গুন্ডা, এক্কেবারে লাথখোর মাল। তোরা একটা পেটো মারলে আমি দশটা পেটো মারব, তোরা মারলে হবে মার্ডার আমি মারলে হবে এনকাউন্টর- বারুদ (বাংলা)
৪. জিনকে ঘর শিশে কে হোতে হ্যায়, ও বেসমেন্ট মে কপড়ে বদলতে হ্যায়- গোলমাল ৩ (হিন্দি)
৫. অভিমন্যু নাগ, বালিবোড়াও নয়, জলঢোড়াও নয়, জাত গোখরো এক ছোবলেই ছবি- অভিমন্যু (বাংলা)
৬. ম্যায় গরিবকে লিয়ে হিরো হুঁ অউর তুম লোগো কে লিয়ে ভিলেন। নাম হ্যায় মেরা শঙ্কর, হুঁ ম্যায় গুন্ডা নম্বর ওয়ান- গুন্ডা (হিন্দি)
৭. তুফান বছরে এক-আধবার আসে যখন আসে তখনই প্রলয় ঘটে ৷ আর যখন যায় ভগবানও তার অস্থিত্ব খুঁজে বেড়ায় ৷ বাপলিকের মার কেওড়াতলার পার- তুলকালাম (হিন্দি)
৮. সাপের ছোবল আর চিতার খাবোল, যেখানেই পরবে আড়াই কেজি মাংস তুলে নেবে- চিতা (বাংলা)
৯. রাবণকে সাহায্য করে রামকে মারতে চাইছেন? আমার এক কথা একশো কথার সমান- গুরু (বাংলা)
১০. বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাই বুঝি, যেই ভাষাটা আমি বুঝি সেই ভাষাটা বুঝিয়ে দিই- তুলকালাম (বাংলা)
আরও পড়তে পারেন: বিজেপির ব্রিগেড: বাংলা চায় প্রগতিশীল বাংলা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বিনোদন
অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আয়কর হানা
অনুরাগ এবং তাপসী প্রায়শই বিভিন্ন জাতীয় ইস্যুতে মুখ খুলেছেন।

খবর অনলাইন ডেস্ক: চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী তাপসী পান্নু-সহ আরও বেশ কয়েক জনের বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর।
জানা গিয়েছে, আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে বুধবার মুম্বইয়ের ২০টি জায়গায় হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। এর মধ্যে ছিল কাশ্যপের ফ্যান্টম ফিল্মসের অফিস এবং প্রযোজক মধু মান্টেনার বাড়ি।
একটি সূত্রের দাবি, ফ্যান্টম ফিল্মসের কর ফাঁকির মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে। ২০১৮ সালের একটি মামলার সূত্র ধরেই তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানি, মধু মান্টেনা, বিকাল বহেল-চার বন্ধু যৌথ ভাবে প্রযোজনা সংস্থা ফ্যান্টম ফিল্মস শুরু করেছিলেন। তবে ২০১৮ সালে সংস্থাটি বন্ধ হয়ে যায় বলে শোনা যায়।
উল্লেখ্য, অনুরাগ এবং তাপসী প্রায়শই বিভিন্ন জাতীয় ইস্যুতে মুখ খুলেছেন। একাধিক বার তাঁদের কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। সম্প্রতি কৃষক আন্দোলনকে সমর্থন করে পপ তারকা রিহানার টুইটাপ পোস্ট নিয়ে বিতর্ক বাঁধায় কেন্দ্রকে নিশানা করেন তাপসী।
অন্যদিকে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন নিয়ে মুখ খুলেছিলেন অনুরাগ। প্রতিবাদীদের উপর সরকারের দমনমূলক আচরণের সমালোচনা করেন তিনি। আবার বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্যে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়ান অনুরাগ।
আরও পড়তে পারেন: রাজনীতিতে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যোগ দিলেন তৃণমূলে
বিনোদন
রাজনীতিতে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যোগ দিলেন তৃণমূলে
মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের জন্য কাজ করতে চান অভিনেত্রী!

খবর অনলাইন ডেস্ক: বিধানসভা ভোটের আগে রাজনীতিতে নাম লেখালেন আরও এক টলিউড তারকা। বুধবার তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দিলেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)।
গত কয়েকদিন ধরেই তৃণমূলে টলিউডের বিভিন্ন পরিচিত মুখ যোগ দিচ্ছেন। শাসক শিবিরের থেকে খানিকটা পিছিয়ে থাকলেও যুযুধান বিজেপি-ও তারকাদের যোগদান করাচ্ছে। যেমন সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন টলিউডের আরেক অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কয়েক সপ্তাহ ধরেই রাজনীতিতে টলিউড-যোগ রীতিমতো ধারাবাহিক ভাবেই চলছে। তৃণমূল, বিজেপি উভয় দলেই নাম লেখাচ্ছেন অভিনেতারা।
এ দিন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসুর উপস্থিতিতে ঘাসফুল শিবিরে প্রবেশ করলেন সায়ন্তিকা।

তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে সায়ন্তিকা বলেন, “গুছিয়ে কথা বলতে পারি না। তবে শিখে নেব। প্রত্যেককে, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ। আমাকে কাজের সুযোগ করে দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানাই। আপনারা আশীর্বাদ চাই। দায়িত্ব যেন পালন করতে পারি”।
তিনি আরও বলেন, “বিগত ১০ বছর ধরেই আমি দিদির সঙ্গে রয়েছি। আজ অফিসিয়ালি যোগদান করলাম। আজ থেকে দিদির পাশে থেকে তাঁর হাত শক্ত করব। এখন সঠিক সময় এসে গিয়েছে। বাংলার মানুষ নিজে কী চান, সেটা প্রকাশ করার সময় এসেছে। আমি বাংলার সমস্ত মানুষকে অনুরোধ করব, দিদির পাশে থাকুন। আমরা জানি, বাংলা নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়”।
আরও পড়তে পারেন: পাঁচে শূন্য! দিল্লির পুরসভা উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি
-
রাজ্য2 days ago
পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
-
গাড়ি ও বাইক3 days ago
আরটিও অফিসে আর যেতে হবে না! চালু হল আধার ভিত্তিক যোগাযোগহীন পরিষেবা
-
রাজ্য2 days ago
বিধান পরিষদ গঠন করে প্রবীণদের স্থান দেওয়া হবে, প্রার্থী তালিকা ঘোষণা করে বললেন মমতা
-
রাজ্য1 day ago
কেন তড়িঘড়ি প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, সরব পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য