ওয়েবডেস্ক: ফ্যান নিয়ে যা কিছু তাঁর সমস্যা, সে কেবল চিত্রনাট্যের পর্দাতেই। বাস্তবে যখন ভক্তদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে যান শাহরুখ খান, তখন কিন্তু ঠিক প্রিয় বন্ধুর মতোই ব্যবহার করেন তাঁর সঙ্গে!
সেই কথাটা সম্প্রতি নতুন করে প্রমাণিত হল দুবাইতে!
জানা গিয়েছে, শাহরুখ খান আপাতত রয়েছেন দুবাইতে। সেখানে এক অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে বেশ খোশ মেজাজে ধরা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ভক্তদের প্রায় সব দাবিই মেনে নিতেও দেখা গিয়েছে তাঁকে!
এবং রীতিমতো ভাইরালও হয়েছে সেই সব ভিডিও। যার মধ্যে প্রথমটিতে নায়ককে দেখা যাচ্ছে দুবাইবাসিনী এক ভক্তের সঙ্গে গানের তালে পা ফেলে নাচতে। গানটা রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবির ‘গেরুয়া’। যে গানে বলিউডের রোমান্সের তালিকায় নতুন মুহূর্ত যোগ করেছিল কাজল আর শাহরুখের রসায়ন।
Dialogues on demand! Don & Raees are the most wanted we see 🙌#SRKatKalyanLaunch #SRKInDubai pic.twitter.com/qFwGMluOrU
— SRK Universe (@SRKUniverse) April 26, 2018
এই ভিডিওয় সে রকম কিছু প্রত্যাশা করা নিতান্ত অন্যায়! কেন না, ভক্তটি তো আর নাচে দক্ষ নন! কিন্তু এও এক কিংবদন্তি মুহূর্ত, সব ভক্তের কপালে তো আর এমন সুযোগ জোটে না! পাশাপাশি, ভক্তদের অনুরোধে ‘ডন’ ছবির সংলাপ বলা থেকে আরও কী করলেন নায়ক দুবাইতে?
দেখে নিন ঠিক উপরের ভিডিওয়!
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।