Homeবিনোদন‘মন্নত’-এ বেআইনি সংস্কারের অভিযোগ, প্রশাসনিক হানায় বিপাকে শাহরুখ খান!

‘মন্নত’-এ বেআইনি সংস্কারের অভিযোগ, প্রশাসনিক হানায় বিপাকে শাহরুখ খান!

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

বলিউডের তারকাদের বিরুদ্ধে বেআইনি নির্মাণ বা অনুমতি ছাড়াই ভবন সংস্কারের অভিযোগ নতুন কিছু নয়।অমিতাভ বচ্চন থেকে মিঠুন চক্রবর্তী—কেউই বাদ যাননি সেই তালিকা থেকে। এ বার ফের বিতর্কের কেন্দ্রে শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাংলো ‘মন্নত’।

সম্প্রতি ‘মন্নত’-এ চলছে সংস্কারের কাজ। শাহরুখ এবং গৌরী খান আপাতত অন্যত্র সরে গিয়ে বিলাসবহুল এই আবাসনে রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ শুরু করেছেন। কিন্তু বন দফতর এবং বৃহন্মুম্বই পুরসভার কাছে অভিযোগ জমা পড়েছে, এই সংস্কার কাজ উপকূলীয় অঞ্চলের নির্মাণ বিধি লঙ্ঘন করে হচ্ছে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার ব্যান্ডস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মন্নত’ পরিদর্শন করেন দুই দফতরের আধিকারিকেরা।

বন দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদমাধ্যমে জানান, বেআইনি সংস্কারের অভিযোগ পাওয়ার পরই দুই দফতর যৌথভাবে এই অভিযান চালায়। তদন্তের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করে জমা দেওয়া হবে।

অন্য দিকে শাহরুখ খানের ব্যক্তিগত সহকারী এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, “যে কোনও কাজ যথাযথ অনুমতি ও নির্দেশিকা মেনেই হচ্ছে। বেআইনি কোনও সংস্কার কাজ হচ্ছে না।”

পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, বন দফতরের অনুরোধেই তাঁরা এই পরিদর্শনে গিয়েছেন। তাঁদের পক্ষ থেকে আলাদা করে কোনও পদক্ষেপ এখনও নেওয়া হয়নি।

সংস্কারের কাজে যুক্ত কর্মীরা জানিয়েছেন, ‘মন্নত’-এর সংস্কার সংক্রান্ত যাবতীয় নথিপত্র তাঁরা দফতরে জমা দেবেন।

এই ঘটনার জেরে বলিউডে শুরু হয়েছে জল্পনা। কারণ, একদিন আগেই প্রাক্তন আইপিএস অফিসার এবং বর্তমানে আইনজীবী ওয়াই পি সিং দাবি করেছিলেন, ‘মন্নত’-এর নকশা ঐতিহ্যবাহী ‘ভিলা ভিয়েনা’র হুবহু অনুকরণ। এমনকি অভিযোগ, ২০০৫ সালে যখন বাংলোটি নির্মাণ হয়, তখন নগর-ভূমি সীমা আইন কার্যকর থাকায় শাহরুখ খান একসঙ্গে বড় বিল্ডিং নির্মাণ করতে পারেননি। সেই আইনি বাধা অতিক্রম করতেই তিনি ও গৌরী খান মিলে ১২টি ছোট ফ্ল্যাট অনুমোদন করিয়ে পরে একত্রিত করেন। তারই ফসল আজকের ‘মন্নত’। সিংয়ের অভিযোগ, পুরসভা কর্তাদের মদত ছাড়া এই কাজ সম্ভব ছিল না।

এর আগেও একাধিক তারকার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে।

  • ২০২১ সালে অমিতাভ বচ্চনের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ তোলে BMC।
  • এক মাস আগে মালাডের এরাঙ্গল গ্রামে মিঠুন চক্রবর্তীর বাড়ির বিরুদ্ধেও বেআইনি সংস্কারের অভিযোগ তুলে নোটিস জারি করা হয়।

তারকাদের বিলাসবহুল আবাসন এবং আইন লঙ্ঘনের এই পরম্পরা প্রশাসনের জন্যও যথেষ্ট মাথাব্যথার কারণ হয়ে উঠছে। এখন দেখার, শাহরুখ খানের ‘মন্নত’ ঘিরে ওঠা এই অভিযোগ শেষমেশ কোন দিকে গড়ায়।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি, দায় স্বীকার খালিস্তানি জঙ্গীর

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে হামলা চালাল খালিস্তানি জঙ্গি। অভিনেতার কোনও মন্তব্যকে কেন্দ্র করেই এই ‘সতর্কবার্তা’। এখনও পর্যন্ত কপিলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আলিয়ার ভরসা নিয়ে বিশ্বাসঘাতকতা! ৭৬ লক্ষ টাকার জালিয়াতিতে গ্রেফতার প্রাক্তন ব্যক্তিগত সহকারী, কে এই বেদিকা?

৭৬ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগে আলিয়া ভাটের প্রাক্তন সহকারী বেদিকা প্রকাশ শেট্টিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল জুহু পুলিশ। তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে।