suhanagouri
গৌরী সুহানা

মুম্বই: সদ্য নয় বেশ কিছু দিন আগের একটি ডান্স ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। তা দেখে বলিউডের বাদশা শাহরুখ খানের তনয়া সুহানা খানের সম্পর্কে নানা মুণির নানা মত প্রকাশ হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটি তে দেখা গিয়েছে একটি চকচকে রুপোলি রঙের ওয়ান সোল্ডার শর্ট ড্রেস পরে নাচে মেতেছেন এলোকেশী সুহানা। নাচছেন হলিউডের উইলিয়াম স্মিথের টিভি শো ‘দ্য ফ্রেস প্রিন্স অব বেল এয়ার’-এর একটি অতি জনপ্রিয় গানের সঙ্গে।

ভিডিওটি ছিল গত বছরের জুন মাসের। এই পার্টিটি ছিল যুক্তরাজ্যেই কোর্টহাউজ হোটেলের। আর্দিংলি কলেজের শেষ বর্ষে পা দেওয়ার আনন্দে নাচছেন তিনি।

এই পার্টিরই একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন শাহরুখ-জায়া গৌরী খান। ক্যাপশনে ছিল, ‘পার্টিং…এনজয়িং দ্য ফাইনাল ইয়ার অব আর্দিংলি’। ছবিতে মা এবং মেয়ে।

সুহানার সেই নাচ দেখে কেউ বলেছন, বাবার বিগড়ানো সন্তান। কেউ বলেছেন, তিনি বক্ষ বিভাজিকা দেখিয়ে সকলের মন জয় করে কাজ পেতে চান। কেউ বা আরও কিছু কুমন্তব্য করেছেন।

আবার কেউ কেউ, মিষ্টি হাসি, সুন্দর স্বভাব। ইত্যাদি মন্তব্যও করেছেন।

সে যাই হোক সুহানাকে সম্প্রতি কলকাতায় এক তুতো বনের বিয়েতে দেখা গিয়েছিল। রইল তার কিছু ছবিও।   

বিনোদনের আরও খবর

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here