বিশ্বের অষ্টম, ভারতের সব চেয়ে দামি অভিনেতা শাহরুখ

0

ভারতের সব চেয়ে দামি অভিনেতা শাহরুখ খান। আন্তর্জাতিক ব্যবসায়িক ম্যাগাজিন ফোর্বসের মতে ২০১৫-তে শাহরুখের রোজগারের পরিমাণ প্রায় ২২০ কোটি টাকা। গত বছর দারুণ হিট করা সিনেমা ‘দিলওয়ালে’ আর নিজের বিভিন্ন এন্ডোর্সমেন্টের দৌলতে এত টাকা রোজগার করেছেন দেশের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা।

বিশ্বের সব চেয়ে দামি ২০ জন তারকার তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এই তালিকায় বলিউডের চার তারকার স্থান হয়েছে। বিশ্ব-মানে শাহরুখের স্থান ৮ নম্বরে। বাদবাকি তিন জন হলেন অক্ষয় কুমার (১০ নম্বর স্থানে), সলমন খান (১৪ নম্বর) এবং অমিতাভ বচ্চন (১৮ স্থান)।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন