ইমতিয়াজ আলির পরবর্তী ছবি ‘দ্য রিং’-এর শুটিং সম্প্রতি শেষ করেছেন এসআরকে। শেষ হয়েছে আমস্টারডামে। আর সেই খবরটা ভক্তদের জানিয়েছেন শাহরুখ খান। জানিয়েছেন ইন্সটাগ্রামে বিচিত্র এক ভিডিও পোস্ট করে। সেই বুমেরাং ভিডিওয় দেখা যাচ্ছে শাহরুখ নিচু হয়ে আছেন আর এক মহিলা তাঁর ওপর দিয়ে লাফাচ্ছেন।
ভিডিও-র ক্যাপশনে ৫০ বছর বয়সি অভিনেতা শুটিং-এর অভিজ্ঞতার জন্য আমস্টারডাম শহরকে ধন্যবাদ জানিয়েছেন।
ছবির শুটিং শুরু হয়েছিল প্রেগে। পরবর্তী পর্যায়ের শুটিং হয় আমস্টারডামে। এই রোমান্টিক ছবিটির মুক্তি হওয়ার কথা আগামী বছরের ১১ আগস্ট।