প্রতারণার ফাঁদে পড়লেন টলি অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়

0

প্রতারণার ফাঁদে পড়লেন টলি অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। বিদ্যুতের বিল মেটানো সংক্রান্ত একটি মেসেজে সাড়া দিয়েই আড়াই লক্ষ টাকা খোয়া গিয়েছে তাঁর। লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন শান্তিলাল।

জানা গিয়েছে, অভিনেতার ফোনে একটি মেসেজ আসে, বিদ্যুতের বিল না মেটালে রাতের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই মেসেজে ঘাবড়ে গিয়ে শান্তিলালবাবু তড়িঘড়ি বিদ্যুতের বিল মিটিয়ে দেন। ফোনে আসা একটি লিঙ্ক খুলে দেখেন তিনি। অ্যাপের মাধ্যমে বকেয়া টাকাও মিটিয়ে দেন। আর তারপরেই একটি অচেনা নম্বর থেকে ফোন আসে তাঁর কাছে। বলা হয়, পেমেন্ট আপডেট হয়নি। তার জন্য ১১ টাকা দিতে হবে। তাঁর ফোনে একটি লিঙ্কও পাঠানো হয়। অভিনেতার দাবি, ওই লিঙ্কে ক্লিক করার কিছুক্ষণ পরেই ব্যাঙ্ক থেকে ফোন করে তাঁকে জানানো হয়, যে তাঁর অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা তোলা হয়েছে।

এরপরই থানায় দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পাশাপাশি ফোন কল এবং মেসেজ সংক্রান্ত সব নথি তুলে দেওয়া হয়েছে তদন্তকারীদের হাতে। তবে দু’সপ্তাহ হয়ে গেলেও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরও পড়তে পারেন :

বিদেশে মুক্তির অপেক্ষায় ‘অপরাজিত’

মা হওয়ার প্রসঙ্গে খোলামেলা বলিউডের ড্রামা কুইন

স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট মন্দিরা বেদীর

উলের জালে শরীর ঢাকলেন উরফি!

মুক্তির অপেক্ষায় কোন কোন ছবি? জানুন

বিজ্ঞাপন