shashi kapoor

ওয়েবডেস্ক: চলচ্চিত্র জগৎ থেকে তিনি বিদায় নিয়েছিলেন অনেক দিন-ই! দীর্ঘ শারীরিক অসুস্থতা তাঁকে সরিয়ে রেখেছিল প্রচারের আলো থেকে। আর এবার, এই পৃথিবীকেও বিদায় জানিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। রেখে গেলেন তিন সন্তান কুণাল, সঞ্জনা আর করণ কাপুরকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুর খবর জানিয়েছেন ভাগ্নে মোহিত মারওয়া। টুইট করে তিনি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন নায়কের উদ্দেশে। “আমার প্রিয় শশী কাপুর শান্তিতে বিরাজ করুন অমৃতলোকে। তাঁর স্মৃতি মুছে যাওয়ার নয়”, লিখেছেন মোহিত।

শারীরিক অসুস্থতার কারণে ভারতের এই জনপ্রিয় অভিনেতা অনেক দিন ধরেই ভর্তি ছিলেন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১১ সালে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি ভারত সরকারের কাছ থেকে পদ্মভূষণ সম্মান পান। এছাড়া ২০১৫ সালে পেয়েছিলেন ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here