ওয়েবডেস্ক: দীপাবলি সেলিব্রেশনে মুম্বই যে মেতে উঠেছে এটি বলাই বাহুল্য। আর সেই সেলিব্রেশনে মত্ত বলিউডও। দীপাবলির দু’-এক দিন আগে থেকেই চলছিল প্রি-দিওয়ালি সেলিব্রেশন। তাতে বলিউড তারকাদের নিয়ে পার্টি দিয়েছিলেন শাহরুখ খান, শিল্পা শেট্টি আরও অনেকে। এ বার বলিউড মেতে উঠল প্রযোজক একতা কাপুরের দীপাবলি পার্টিতে।
পার্টি দেওয়া হয়েছিল ছোটো পর্দার বলিউড তারকাদের নিয়ে। সেই পার্টিতে ‘চার চাঁদ’ তকমা লাগিয়ে দিলেন বড়ো পরদার বেশ কয়েক জন তারকা। শিল্পা শেট্টি, জ্যাকলিন ফার্নান্ডেজ, শ্রদ্ধা কাপুর, আরবাজ খান, রাজ কুন্দ্রা, করন জহরের মতো তারকা ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছিলেন। এমনকী এসেছিলেন নেহা ধুপিয়া আর অঙ্গদ বেদীও। দেখে নেওয়া যাক তারই বিশেষ কিছু মুহূর্তের ছবি। কী বলেন?
দেখুন তো কেমন লাগছে হোস্ট একতা কাপুরকে?
View this post on Instagram
পার্টিতে উপস্থিত ছিলেন বাংলার মেয়ে মৌনি রায়। তাঁকে দেখা গিয়েছে একটি ধূসর রঙের সুন্দর লেহেঙ্গা-চোলিতে। সঙ্গে দারুণ গয়না।
উপস্থিত ছিলেন করিশ্মা। পরেছিলেন সোনালি রঙের লেহেঙ্গা।
এই পার্টিতে দেখা গিয়েছে নতুন এক জোড়া কপত-কপতিকেও। অর্থাৎ কিনা হিমাংশ কোহলি আর নেহা কক্করকে।
এসেছিলেন বরুণ ধাওয়ানের বাবা প্রযোজক ডেভিড ধাওয়ানও।
View this post on Instagram