Mamata Banerjee
নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: দ্য এশিয়ান এজ থেকে

কলকাতা: অবশেষে কেটে গেল শুটিং-জট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব পক্ষের বৈঠকে কেটে গেল জট। শুক্রবার থেকেই শুটিং শুরু হয়ে যাবে টালিগঞ্জে।

বৃহস্পতিবার নবান্নে আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের সংগঠনকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকেই বেরিয়ে আসে সমাধানসূত্র। ১৫ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যা না হয় তার জন্য একটি জয়েন্ট কন্সিলিয়েশন কমিটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়কে এই কমিটির উপদেষ্টা করা হয়েছে। মন্ত্রী অরুপ বিশ্বাস ছাড়াও এই কমিটিতে থাকবেন প্রসেনজিৎ, অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং স্বরূপ বিশ্বাস।

উল্লেখ্য, পারিশ্রমিক নিয়ে আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের সংগঠনের মধ্যে বিরোধের জেরে গত শনিবার থেকে টলি পাড়ায় বন্ধ রয়েছে শুটিং। এর ফলে সোমবার থেকে টিভিতে বিভিন্ন চ্যানেলে বাংলা সিরিয়ালগুলির পুরোনো এপিসোড দেখানো হচ্ছিল। অবশেষে জট কাটায় কিছু দিনের মধ্যেই আবার নতুন এপিসোড দেখানো শুরু হবে।