দুই বঙ্গতনয়া শ্রেয়া ঘোষাল আর অনুষ্কা সেনের সাফল্যের মুকুটে গৌরবোজ্জ্বল পালক যোগ হল। শ্রেয়া আর অনুষ্কা দুজনেই সংগীতশিল্পী। নিজের কণ্ঠের জাদুতে দেশবিদেশের মানুষের মন জয় করেছেন শ্রেয়া ঘোষাল। এবার প্রথম ভারতীয় সংগীতশিল্পী হিসাবে বিরল সম্মান অর্জন করেছেন শ্রেয়া। প্রথম ভারতীয় সংগীতশিল্পী হিসাবে শ্রেয়াকেই ইকুয়াল গ্লোবাল অ্যাম্বাসাডর হিসাবে বেছে নিয়েছে অডিও স্ট্রিমিং পোর্টাল স্পটিফাই।
ফোর্বস ম্যাগাজিনে ভারতের ১০০ সেরা সেলিব্রিটির তালিকাতেও পাঁচবার জায়গা করে নিয়েছেন শ্রেয়া। এবার নিউইয়র্কের বিখ্যাত টাইম স্কোয়্যারে ফুটে ওঠে শ্রেয়ার বিশাল ছবি। শ্রেয়া নিজেই তাঁর সে সব ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
শ্রেয়ার পাশাপাশি অনুষ্কা সেন প্রথম ভারতীয় সংগীতশিল্পী যিনি নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়্যারে স্টেজ মাতালেন। বছর ২২-এর অনুষ্কা পাশ্চাত্য সংগীতশিল্পী। এওয়াই ইয়ংয়ের বিখ্যাত ব্যাটারি ট্যুরের সংগীত আয়োজনে যোগ দেন অনুষ্কা। ‘প্রোজেক্ট ১৭’ নামক অনুষ্ঠানে অনুষ্কার গাওয়া গানে সুর দেন গ্র্যামি পুরস্কারজয়ী কেন লিউইস। অনুষ্ঠানমঞ্চ থেকে পরিবেশ রক্ষা ও জলবায়ুকে ভালো রাখার বার্তাও দেওয়া হয়।
আরও পড়ুন
দীর্ঘদিন বেকার, তারপর রোজগার ৫০ টাকা, শেষ পর্যন্ত একটা টিভি সিরিয়াল মোড় ঘুরিয়ে দিল জীবনের