মুম্বই: ‘থাপ্পড় সে ডর নহি লগতা, পেযার সে লগতা হ্যায়..’ বা ‘খামোস….’ এই সব ডায়লগ আমাদের শোনা। একটু সাহসী, ডেয়ারিং আর অনেকটাই তাঁর বাবার মতো। হ্যাঁ, তাঁর নাম সোনাক্ষী সিনহা। নাচ-গান, কলেজ স্টুডেন্ট এবং গুপ্তচরের ভূমিকার অভিনয় করতে দেখা গিয়েছে সোনাক্ষীকে। এ বার একটু অন্য চমক দিতে চলেছেন এই ‘দাবাং’ নায়িকা। রোমান্টিক গানের তালে নাচ-গান নয়, বরং ‘গ্রে সেড’ মানে ভিলেনের ভূমিকায় দেখা যাবে এই নায়িকাকে।
ছবির নাম ‘ইত্তেফাক’। রাজেশ খান্না-নন্দা অভিনীত ক্লাসিক থ্রিলারের রিমেক। পুরোনো ‘ইত্তেফাক’-এর মতো নন্দার চরিত্রকে পুরোপুরি তুলে ধরা হবে না দর্শকদের সামনে, থাকছে একটু অদল-বদল। ছবিতে নায়কের ভূমিকায় অভিনয়ের জন্য সিদ্ধার্থ মালহোত্রাকেই বেছেছেন পরিচালক। এখন শুধু তাঁর ‘হ্যাঁ’-এর অপেক্ষায়। সোনাক্ষী-সিদ্ধার্থ জুটি প্রথম বার পর্দায় এক সঙ্গে কাজ করবেন। ছবি কবে শুরু হবে তার দিনক্ষণ জানা যায়নি। তবে স্ক্রিপ্ট পড়েই খুশি এবং উত্তেজিত সোনাক্ষী।