ওয়েবডেস্ক: বলিউডে না কি কথা ওঠে, সোনম কে আহুজা ভীষণই একরোখা চরিত্রের এক মহিলা! তাঁর যেটা ঠিক মনে হয়, সেটাই করেন, এমনকি স্বামী আনন্দ এস আহুজার কথাও কানে নেওয়ার দরকার বোধ করেন না! মোটের উপর অন্যের পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা না কি তাঁর ধাতে নেই!
আরও পড়ুন: স্বামীর সঙ্গে মনোমালিন্য? ফের ভাইরাল নেটদুনিয়ায় সোনম-আনন্দ কড়চা!
কিন্তু এই যে দৃশ্যটা দেখছেন, লন্ডনের তুখোড় শীতে মেঝেতে কোনো রকমে পড়ে আছেন দম্পতি, একজন মাথা গুঁজে ঘুমে বিভোর, অন্যের চোখে রাতই নামে না, একে কী বলবেন- সহযোগিতা নয়, যখন যেমন তখন তেমন খাপ খাইয়ে নেওয়া নয়?
জানা গিয়েছে, সোনম আর আনন্দ না কি সদ্য উঠেছেন তাঁদের লন্ডনের বাড়িতে, কাজেই সেটা এখনও পুরোপুরি সাজানো হয়ে ওঠেনি। অন্য আসবাব তো দূরের কথা, আসেনি খাট পর্যন্ত! ফলে, মেঝেতেই বিছানা পেতে রাত কাবার করা ছাড়া উপায় কী!
তবে এ নিয়ে নায়িকার যা বক্তব্য, তার সঙ্গে কিন্তু সবাই একমত হবেন! আদতে এ ধরনের অসুবিধা স্মৃতি তৈরি করে, তাই না?
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।