ওয়েবডেস্ক: বারান্দার দু’দিকে তাক করা রয়েছে ক্যামেরা। রয়েছে লাইট সিস্টেমও। নিজের সেই পুরনো স্টাইলেই হাঁটতে হাঁটতে এগিয়ে আসছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। পরনে স্ট্রাইপ শার্ট এবং নীল রঙা জিনস।

মন্নতের এই দৃশ্য থেকেই একটা ব্যাপার স্পষ্ট, নিজের অনুরাগীদের জন্য নতুন কিছু আনতে চলেছেন এসআরকে।

করোনাভাইরাস লকডাউন (Coronavirus lockdown) ঘোষণার পর থেকে পরিবারের সঙ্গে নিজের বাড়িতেই রয়েছেন কিং খান। তাই বলে নিজের সামাজিক দায়িত্ব থেকে মোটেই সরিয়ে নেননি। করোনাভাইরাস হোক বা ঘূর্ণিঝড় উম্পুন, সমস্ত বিপর্যয়েই দুর্গত মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

এর আগে তাঁকে শেষ বার বড়ো পরদায় দেখা গিয়েছিল আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবিতে। উল্টোদিকে ছিলেন অনুষ্কা শর্মা (Anushkha Sharma) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। দর্শক এবং সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল ওই ছবি।

অতিথি শিল্পীর ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-তেও। তবে নিজের পরবর্তী ছবি নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি শাহরুখ। তবে মন্নতের বারান্দায় আদতে কী হল, তা হয়তো কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হতে পারে!
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।